৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাপনের নামে দুদকের মামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৫ মে ২০২৫
৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাপনের নামে দুদকের মামলা

৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক এবং পাপনের স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধেও মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নাজমুল হাসান পাপনের ২০ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ২০টি ব্যাংক হিসাবে প্রায় ৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আকতারুল ইসলাম জানান, নাজমুল হাসানের স্ত্রী রোকসানা হাসান ১২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ১১টি ব্যাংক হিসাবে ৪৯ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।

এছাড়া পাপনের পরিবারের আরও পাঁচ সদস্যের সম্পদের উৎস যাচাই করতে সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়ার সুপারিশ করেছে দুদক। তিনি বলেন, নাজমুল হাসানের মেয়ে রুশমিলা রহমান, ছেলে রাফসান রহমান, জামাতা রাকিন আল মাহমুদ ও ছোট মেয়ে সুনেহরা রহমানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়ার সুপারিশ করেছে।

এছাড়া বিসিবির আরেক সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার আটটি ব্যাংক হিসাবে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে।



শেয়ার করুন :