পিছিয়ে যাচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৯
পিছিয়ে যাচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর হবে বঙ্গবন্ধুর নামে, ‘বঙ্গবন্ধু বিপিএল’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এ আসর উৎসর্গ করা হবে।

বিপিএলের সপ্তম আসরের উদ্বোধনের কথা ছিল চলতি বছরের ৩ ডিসেম্বর এবং খেলা শুরু হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। তবে তার হচ্ছে না। জানা গেছে, নানা কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখে শুরু হচ্ছে না বিপিএলের সপ্তম আসর। পিছিয়ে যাচ্ছে সপ্তাহখানেকের জন্য।

বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলের সপ্তম আসর ‘বঙ্গন্ধু বিপিএল’ পূর্বের তারিখ থেকে ৫ দিন পিছিয়ে যাচ্ছে। নতুন তারিখ অনুযায়ী ৩ ডিসেম্বরের পরিবর্তে বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর এবং খেলা শুরু হতে পারে ১১ কিংবা ১২ ডিসেম্বর। এছাড়া বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু বিপিএলে থাকছে সাতটি দল। তবে ফ্র্যাঞ্চাইজি বিসিবির হাতে থাকায় আগের নামগুলো থাকছে না। এবারের বিপিএলের দলগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও কুমিল্লা। তবে নতুন স্পন্সর অনুযায়ী দলের নতুন নাম দেয়া যাবে।

এদিকে শুধু বিপিএল পিছিয়ে যাচ্ছে তা নয়। বিপিএল শুরু হতে মাত্র মাসখানিক সময় বাকি থাকলেও এখন পর্যন্ত বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়নি। ঠিক হয়নি দলগুলোর কোচ। এমনকি সবগুলো দলের স্পন্সর পার্টনারও ঠিক হয়নি। ফলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য প্লেয়ার্স ড্রাফটও পিছিয়ে যাওয়ার সংশয় তৈরি হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

‘বঙ্গবন্ধু বিপিএল’ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

‘বঙ্গবন্ধু বিপিএল’ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’