মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলে হার দিয়ে শুরু করেছে মাশরাফি বিন মর্তুজার দল ঢাকা প্লাটুন। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটে বড় ব্যবধানে হেরে গেছে ঢাকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকার অধিনায়ক মাশারফি। সেখানেই প্রশ্ন ওঠে ম্যাচ হেরে বা খারাপ খেলা নিয়ে সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের দোষারোপ করা কথা।

এ বিষয় এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে যে, বিষয়টি (সাংবাদিকদের ওপর দোষ চাপানো) পার্সোনালি না নেওয়াই উচিত। অনেকে (খেলোয়াড়) হয়তো বিষয়টি হ্যান্ডেল করতেও অভ্যস্ত না। অনেক দেখা যায় যে, অনেক খেলোয়াড় আছে তারা বাহিরের জিনিস গ্রহণ করে ফেলে।’

তিনি বলেন, ‘আমি খারাপ খেললে আপনি (সাংবাদিক) লিখতে বাধ্য, আমি ভালো খেললে আপনি লিখতে বাধ্য। সো, এটা পার্সোনালি না নিয়ে চলাটাই বেটার। তো আমি মনে করি, অনেকে এটা (সংবাদ) করে বা দেখে ফলে তার ভেতর পেসারটা তৈরি হয়।’

মাশরাফি আরও বলেন, ‘প্রফেশনাল লাইফে এটা প্রয়োজন নেই। আপনি যদি একদম প্রফেশনাল জায়গা থেকে চিন্তা করেন, আপনি একটা জায়গায় আছেন, প্লেয়াররা একটা জায়গায় আছে। তো, যে যার জায়গা থেকে কাজ করবে। মিডিয়াকে দোষ দিতে তো ভালো খেলতে পারবে এমনটা সুযোগ নেই।’

সম্প্রতি ভারত সফরে টেস্ট সিরিজ হারার পর ভারপ্রাপ্ত অধিনায়ক মমিনুল হক ও গতকাল বিপিএলের প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েসও একই ধরনের কথা বলেছেন। তাদের দাবি, মিডিয়ার বিভিন্ন সংবাদের কারণে তাদের খেলার ওপর প্রভাব পরে। বিভিন্ন সমালোচনামূলক সংবাদের কারণে তাদের মাঝে চাপ তৈরি হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা ওয়ারিয়র্স

রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা ওয়ারিয়র্স

বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের মূল্য নির্ধারণ

বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের মূল্য নির্ধারণ

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী