ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খেলার ফাঁকে প্রায় আড়াই সপ্তাহের সফরে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখতে চান আজিজুল হাকিম তামিম। একই সাথে দেখা করতে চান বেন স্টোকসের সঙ্গেও।
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে শনিবার (৩০ আগস্ট) মিরপুরে বিসিবির জাতীয় একাডেমি ভবনের সামনে শেষ হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশন।
ফটোসেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে না না প্রশ্নের উত্তর দেন অধিনায়ক তামিম ও প্রধান কোচ নাভিদ নেওয়াজ।
প্রশ্ন উত্তরে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, “অবশ্যই প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে লর্ডসে খেলার। ওইভাবে যদি সুযোগ থাকে, আমরা লর্ডসে যাব। আর ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আছে আমার পছন্দের। তবে অবশ্যই বেন স্টোকসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।”
২০১৯ সালের পর ইংল্যান্ডে খেলতে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে তামিমসহ পুরো দলের জন্য এটিই প্রথম ইংল্যান্ড সফর। এছাড়া
আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। কন্ডিশনে ইংল্যান্ডের সঙ্গে খুব একটা সাদৃশ্য থাকলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সফর থেকে অভিজ্ঞতা পাওয়ার আশা করেন তামিম।
তিনি বলেন, “ইংল্যান্ডে খেলে আমরা অনেক অভিজ্ঞতা পাব। এখন হয়তো বিশ্বকাপের খেলা নেই সেখানে। তবে সামনে ইনশা আল্লাহ্ আমরা এইচপি বা অন্য কিছুতে খেলতে আমরা যেতে পারি। তখন অভিজ্ঞতাটা কাজে লাগবে।”