খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯
খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়ে শুভ সূচনা করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ধরা খেল চট্টগ্রাম।
 
টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ও টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে খুলনার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে চট্টগ্রাম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় খুলনা টাইগার্স। ব্যাট হাতে চট্টগ্রামের ইনিংস শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লেন্ডন সিমন্স ও চাঁদউইকট ওয়ালটন। উদ্বোধনী জুটিতে ওয়ালটনকে নিয়ে ৩৯ বলে ৪৫ রানের জুটি গড়েন সিমন্স। ২টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৬ রান করেন তিনি। ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ১৮ রানের বেশি করতে পারেননি ওয়ালটন।

৪৯ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর চট্টগ্রামের পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি পরের দিকের ব্যাটসম্যানরা। ইমরুল কায়েস ১২, নাসির হোসেন, উইকেটরক্ষক নুরুল হাসান ১৯ ও অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত ১ রান করলে ১৮ ওভার শেষে চট্টগ্রামের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৮।

তবে শেষ ২ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছেন ডান-হাতি মুক্তার আলি। ৪টি ছক্কা মারেন তিনি। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানের লড়াই করার পুঁজি পায় চট্টগ্রাম। ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন মুক্তার। ৩ বলে ৬ রানে অপরাজিত ছিলেন পেসার রুবেল হোসেন।

খুলনা টাইগার্সের রবি ফ্রাঙ্কলিন-শফিউল ইসলাম-শহিদুল ইসলাম-আমিনুল ইসলাম ১টি করে উইকেট নেন।

১৪৫ রানের টার্গেটে প্রথম ওভারেই ওপেনার নাজমুল হোসেন শান্তকে হারায় খুলনা। সদ্যই এসএ গেমসে স্বর্ণ পদক করা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের শান্ত বিপিএলের শুরুটা করেন ৪ রান দিয়ে।

শান্ত আউট হওয়ার পর দলের জয়ের ভিত গড়ার চেষ্টা করেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও দক্ষিণ আফ্রিকার রুশো। ৭০ রানের জুটি গড়েন তারা। এর মধ্যে মাত্র ১৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করে থামেন গুরবাজ।

দলীয় ৭৪ রানে গুরবাজ থামলে অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে ৩৭ বল বাকি রেখেই খুলনার জয় নিশ্চিত করেন গত বছরের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান করা রুশো। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৬৪ রান করেন তিন। ৪টি চারে ২২ বলে ২৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা ওয়ারিয়র্স

রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা ওয়ারিয়র্স

বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের মূল্য নির্ধারণ

বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের মূল্য নির্ধারণ

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক