শীর্ষে সিলেট, জয়হীন রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ এএম, ১০ নভেম্বর ২০১৭
শীর্ষে সিলেট, জয়হীন রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের সিলেট পর্ব শেষ হয়েছে গতকাল কুধবার (৮ নভেম্বর)। সিলেট ভ্যানুতে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। আর অন্য ছয়টি দল খেলেছে ২টি করে ম্যাচ।

নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। ফলে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিলেট। অন্যদিকে কোন ম্যাচে জয় না পেয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রাজশাহী।

সিলেট চার ম্যাচ খেললেও অন্য দলগুলো ২টি করে ম্যাচ খেলেছে। গত আসরের রানার-আপ রাজশাহী কিংস বাদে সকলেই ১টি করে জয়ের স্বাদ নিয়েছে।

ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভাইকিংস, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের পয়েন্ট সমান ২ করে। রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে ডায়নামাইটস। আর কোন ম্যাচ জিততে না পারায় পয়েন্টের খাতায় শূন্য রাজশাহীর।

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল :
সিলেট সিক্সার্স : ম্যাচ ৪, জয় ৩, হার ১, পয়েন্ট ৬, রান রেট ০.৫৭৫
ঢাকা ডায়নামাইটস : ম্যাচ ২, জয় ১, হার ১, পয়েন্ট ২, রান রেট ১.০১১
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ম্যাচ ২, জয় ১, হার ১, পয়েন্ট ২, রান রেট ০.৪৩৬
রংপুর রাইডার্স : ম্যাচ ২, জয় ১, হার ১, পয়েন্ট ২, রান রেট -০.০১৭
চিটাগং ভাইকিংস : ম্যাচ ২, জয় ১, হার ১, পয়েন্ট ২, রান রেট -১.১৮৮
রাজশাহী কিংস : ম্যাচ ২, জয় ১, হার ২, পয়েন্ট ০, রান রেট -১.১২০

উল্লেখ্য, দুইদিন বিরতি দিয়ে শনিবার (১১ নভেম্বর) থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবারও শুরু হবে বিপিএলের লড়াই। ঢাকা পর্বের প্রথম লড়াইটি হবে স্বাগতিক ঢাকা ডাইনামাইটস আর রাজশাহী কিংসের মধ্যে। দিনের অপর খেলায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

পদত্যাগ করলেন হাথুরে!

পদত্যাগ করলেন হাথুরে!

সিলেটকে থামিয়ে খুলনার জয়

সিলেটকে থামিয়ে খুলনার জয়

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান

মাশরাফির সঙ্গে শুভাশিসের এ কেমন আচরণ?

মাশরাফির সঙ্গে শুভাশিসের এ কেমন আচরণ?