ওয়ার্নারের স্থানে সাকিবদের অধিনায়ক উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৯ মার্চ ২০১৮
ওয়ার্নারের স্থানে সাকিবদের অধিনায়ক উইলিয়ামসন

বল টেম্পারিংয়ের অভিযোগে ভারতের আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছেন স্মিথ ও ওয়ার্নার। তবে এর আগেই আইপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তারা। ফলে আইপিএলের ১১তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক শূন্য হয়ে পড়ে। কারণ দলটির নেতৃত্বে ছিলেন ডেভিড ওয়ার্নার।

এদিকে আইপিএলের ১১তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারের স্থলাভিষিক্ত হলেন তিনি। সানরাইজার্সের টুইটে প্রধান নির্বাহী কে শানমুগামের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উইলিয়ামসন নতুন এ দায়িত্ব গ্রহণ করে বার্তা দিয়েছেন এবং তার বার্তাও ক্লাবের টুইটারে প্রকাশ করা হয়েছে। উইলিয়ামসন বলেছেন, ‘এবারের মৌসুমে অধিনায়ক হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করছি। দারুন প্রতিভাবান একদল খেলোয়াড়ের সাথে কাজ করার এটা দারুন একটি সুযোগ। এই চ্যালেঞ্জের জন্য আমি মুখিয়ে আছি।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুধবার সাম্প্রতীক বল টেম্বারিং ঘটনায় জড়িত থাকার অপরাধে ওয়ার্নার ও স্টিভ স্মিথকে আসন্ন আইপিএল’এ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে। ক্রিকেট অস্ট্রেলিয়া এই দু’জন খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করার পরপরই বিসিসিআই এই সিদ্ধান্ত নেয়।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা চাচ্ছি সবকিছু আমাদের কাছে নিয়ে নিতে। এ জন্যই প্রথমত আমরা আইসিসি’র ও পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছি। এরপরই আমরা নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

নরাইজার্সের হয়ে এবার মাঠ মাতাবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অর্থাৎ আইপিএলের সাকিবরা ডেভিড ওয়ার্নারের পরিববর্তে নতুন অধিনায়ক পেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলেও নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার

আইপিএলেও নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার

নিষিদ্ধই হলেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট

নিষিদ্ধই হলেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট

ক্ষমা চাইলেন ওয়ার্নার

ক্ষমা চাইলেন ওয়ার্নার

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের ফ্যাক্টবক্স কতটুকু জানেন?

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের ফ্যাক্টবক্স কতটুকু জানেন?