আইপিএল খেলতে বিসিবির এনওসি পেল মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৬ মে ২০২৫
আইপিএল খেলতে বিসিবির এনওসি পেল মোস্তাফিজ

দলের সাথে আরব আামিরাত গেলেও পুরো সিরিজ খেলছেন না মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে এক সপ্তাহের জন্য এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলে ভারত যাবেন মোস্তাফিজ।

আইপিএলে দিল্লির হয়ে খেলতে মোস্তাফিজকে ১৮ থেকে ২৮ মে পর্যন্ত এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৬ মে) বিসিবি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়, বিসিবি ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্ত অনুসারে পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ভারতে চলমান আইপিএল-২০২৫ -এ অংশগ্রহণের জন্য ১৮ থেকে ২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। তবে উল্লেখ্য যে, ১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য মোস্তাফিজ প্রস্তুত থাকবেন।

অর্থাৎ, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১৭ মে প্রথম ম্যাচ খেলবেন মোস্তাফিজুর রহমান। ওই ম্যাচ শেষে আইপিএল খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।

ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতে বন্ধ হয়ে যাওয়া আইপিএল দেশটির ৬টি ভেন্যুতে ১৭ মে থেকে আবারও মাঠে গড়াবে বাকি ম্যাচগুলো। তার আগে শেষ মুহূর্তে টাইগার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। যদিও চলমান আসরে এবার নিলাম থেকে কোন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজি।

মূলত অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস সোস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করেছে। ব্যক্তিগত কারণে ২০২৫ সালের চলমান আইপিএলের বাকি অংশ থেকে ম্যাকগার্ক সরে দাঁড়িয়েছেন।

আইপিএলে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলেছেন এবং ৬১টি উইকেট শিকার করেছেন। এছাড়া বাংলাদেশের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচে ফিজের উইকেট শিকার ১৩২টি। বাঁ-হাতি মিডিয়াম পেসার মোস্তাফিজ এবার আইপিএলে ৬ কোটি রুপির ক্লাবে যোগ দিলেন। এর আগে নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।



শেয়ার করুন :