ভিসা জটিলতায় প্রথম ম্যাচে মঈন আলীকে পাচ্ছে না চেন্নাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৩ মার্চ ২০২২
ভিসা জটিলতায় প্রথম ম্যাচে মঈন আলীকে পাচ্ছে না চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা উঠবে ২৬ মার্চ। উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। অথচ এখনো ভিসা মেলেনি চেন্নাইয়ের ইংলিশ ক্রিকেটার মঈন আলীর। যার জন্য প্রথম ম্যাচে এই অলরাউন্ডারকে পাচ্ছে না সর্বশেষ আসরের চ্যাম্পিয়নরা।

প্রায় চার সপ্তাহ আগেই ভারত ভ্রমণের ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে আবেদন করেছিলেন মঈন। তবে এখনো তার ভিসার আবেদনে কিছুই জানায়নি লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশগন। যার জন্য অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেছে তার আইপিএল যাত্রা।

ভিসা না পাওয়ার ব্যাপারে যারযাপনাই বিস্মিত মঈন আলীর বাবা মুনীর আলী। বুধবার (২৩ মার্চ) তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা ভীতিকর কিন্তু আমরা কিছুই করতে পারি না। মঈন বেশ কয়েকবার ভারতে খেলেছে। আমি বুঝতে পারছি না এখনো কেন ভিসা দেওয়া হয়নি। আশা করছি সে শীঘ্রই ভিসা পাবে।’

আইপিএল মাঠ গড়াবে ২৬শে মার্চ। ভারতে প্রবেশ করে মঈন আলীকে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যার জন্য চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে মঈনের অংশগ্রহণ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন বলেন, ‘প্রথম খেলায় সে খেলতে পারবে না। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে তিনি সোমবার কাগজপত্র পাবেন। বুধবার পেলেও তিনি বৃহস্পতিবার পৌছাবেন। তখন তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

ভিসার ব্যাপারে বিশ্বনাথন বলেন, ‘তিনি প্রথম ম্যাচটি মিস করবেন। আমরা আশা করছি তিনি শীঘ্রই ভিসা পাবেন। আমরা জয় শাহ (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব) এবং অন্যান্য আইপিএল কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারাও আমাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

এবারের আসরে ৪ কোটি টাকায় মঈন আলীকে ধরে রেখেছিল চেন্নাই। এদিকে, গুজরাট টাইটান্সের কোচিং স্টাফ সদস্য আব্দুল নাইমও ভারতে আসার জন্য ভিসা পাননি। তিনিও লন্ডনে অবস্থান করেছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল

চেন্নাইয়ের সাথে মানানসহ নন রায়না : কাশী বিশ্বনাথ 

চেন্নাইয়ের সাথে মানানসহ নন রায়না : কাশী বিশ্বনাথ