নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ পিএম, ৩১ মার্চ ২০২২
নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ঘোষণা করেছে, ২০২৩ সাল থেকে তারা নারীদের আইপিএল শুরু করতে পারে। ভারত ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সবাই। এবার সেই দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালিসা হিলি।

বিসিসিআই’র এই পরিকল্পনাকে জোর সমর্থন জানিয়েছেন অজি তারকা। হিলির মতে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগের কারণে নারীদের ক্রিকেটে ভারত দশ বছরের মধ্যে অপরাজেয় দল হয়ে উঠতে পারে।

ভারত ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে নারীদের আইপিএল শুরু করার কথা রয়েছে তাদের। যদিও সিদ্ধান্তটি বিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের প্রয়োজন হবে। তারপর সব ঠিক থাকলে মাঠ গড়াবে ছয় দলের এই টুর্নামেন্ট।

ভারতের একটি গণমাধ্যমকে হিলি বলেন, ‘ঘোষণাটি বেশ দুর্দান্ত। এটা সেটাই হতে চলছে যা আমরা নারীদের ক্রিকেটের পরবর্তী ধাপ বলে মনে করেছিলাম। এটা পরবর্তী ধাপের মতোই।’

এর আগে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছিল নারীদের বিগব্যাশ লিগ। সেই আসরের উদাহরণ টেনে হিলি আরও বলেন,

‘আমাদের সত্যিই একটি সফল নারী বিগব্যাশ ছিল। এবং কিয়া সুপার লিগ সত্যিই ভাল হয়েছে। এখন শুরু হচ্ছে দ্য হান্ড্রেড। নারী আইপিএল দিয়ে ভারতও অবিশ্বাস্যভাবে এগিয়ে যাবে।’

অজিদের সেরা ব্যাটার বলেন, ‘ভারত নারী দল অবশ্যই ১০ বছরের সময়ের মধ্যে অপরাজেয় দল হতে চলেছে। এই আশ্চর্যজনক নারীরা কী করতে পারে তা দেখানোর জন্য তাদের ঘরোয়া সেট-আপ দরকার ছিল। এটা সত্যিই উত্তেজনাপূর্ণ।’

ভারতে বর্তমানে আইপিএলের আদলে নারীদের তিন দলের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হয়। যেখানে ২০১৮ সালে অজিরা অংশগ্রহণ করেনি। ২০১৯ সালে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে ঝামেলার কারণে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজ মিস করলেও আইপিএলে খেলবেন মার্শ

পাকিস্তান সিরিজ মিস করলেও আইপিএলে খেলবেন মার্শ

মহারাষ্ট্র ‘চাইলেও’ আইপিএলে দর্শক বাড়াতে দ্বিধায় বিসিসিআই

মহারাষ্ট্র ‘চাইলেও’ আইপিএলে দর্শক বাড়াতে দ্বিধায় বিসিসিআই

২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

পন্টিংয়ের চোখে ভারতের সফল ভবিষ্যৎ অধিনায়ক ঋষভ পান্ত

পন্টিংয়ের চোখে ভারতের সফল ভবিষ্যৎ অধিনায়ক ঋষভ পান্ত