আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও তারকাবহুল টুর্নামেন্ট হলো ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে খেলার জন্য অনেক তারকা ক্রিকেটার জাতীয় দলের খেলা বাদ দিয়েও ছুটে চলেন। তবে বাংলাদেশ নারী দলের অধিনায়ক জানালেন, আইপিএলের নিলামে ডাক পাওয়া বা না পাওয়া একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না।

দক্ষিণ আফ্রিকা চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা নিজেদের দুটি ম্যাচেই যথাক্রমে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান ‘নারী আইপিএলের নিলামে কোন বাংলাদেশি খেলোয়াড় নির্বাচিত হয়নি। যেখানে অস্ট্রেলিয়া থেকে ১৪ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে এ পার্থক্য সম্পর্কে আপনি (জ্যোতি) কী মনে করেন? আপনি এ ব্যপারে কী ভাবছেন?

জবাবে নিগার সুলতানা জ্যোতি বলেন, “আমি মনে করি না আইপিএল নিলাম একজন খেলোয়াড় বা দলকে সংজ্ঞায়িত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করে।”

নারী আইপিএলের এবারের নিলামে ৯ জন বাংলাদেশি নারী ক্রিকেটারের নাম ছিল। তবে কেউ দল পাননি। বিষয়টি নিয়ে টাইগ্রেসদের হতাশ হওয়ার কোন কারণও নেই বলেন জানান বাংলাদেশি এ অধিনায়ক।

জ্যোতি বলেন, “এখন পর্যন্ত আমি মনে করি না, এটা (দল না পাওয়া) তাদের জন্য দুর্ভাগ্য। আমরা হয়তো বাছাই করতে পারবো না, কিন্তু আমি মনে করি আমাদের দলে শক্তিশালী খেলোয়াড় আছে যাদের খেলার ক্ষমতা আছে। তবুও আমি মনে করি না হতাশ হওয়ার কিছু আছে।”

তিনি আরও বলেন, “এমন অনেক লোক রয়েছেন যারা বলবে যে, এটি কেবল শুরু এবং তারা থামবে না। আমিও তাই আশা করি, আগামী বছর ইনশা আল্লাহ, আমরা দেখব বাংলাদেশ থেকে ২-৩ জন খেলোয়াড় বাছাই করা হবে। এখন পর্যন্ত আমি মনে করি না, এটা তাদের জন্য দুর্ভাগ্য। শুধু আশা করি যে, আমরা একটি দল হিসাবে ভালো পারফর্ম করবো, যাতে পুরো বিশ্ব দেখতে পারে যে আমরা দিনে দিনে কীভাবে উন্নতি করছি।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা

মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

কেকেআরের পরিবারের সদস্য হতে রোমাঞ্চিত লিটন

কেকেআরের পরিবারের সদস্য হতে রোমাঞ্চিত লিটন