নেতৃত্ব ছাড়লেন ধোনি, মোস্তাফিজদের নতুন অধিনায়ক ঋতুরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২১ মার্চ ২০২৪
নেতৃত্ব ছাড়লেন ধোনি, মোস্তাফিজদের নতুন অধিনায়ক ঋতুরাজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও এবার নেতৃত্ব ছাড়লেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবর্তে এবারের আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার মাত্র একদিন আগে এমন তথ্য জানানো চেন্নাই।

বৃহস্পতিবার (২১ মার্চ) এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে বলেছে, “২০২৪ আইপিএলের শুরুতে এমএস ধোনি চেন্নাইয়ের নেতৃত্ব ঋতুরাজ গায়কওয়াদের কাছে হস্তান্তর করেছেন। ২০১৯ সাল থেকে ঋতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য। যিনি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন। নতুন মৌসুমেও ভালো কিছুর প্রত্যাশা করছে চেন্নাই।”

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে চেন্নাইয়ের নেতৃত্ব দিয়ে আসছেন দেশটির সফল অধিনায়ক ধোনি। মাঝে ২০২২ আসরে টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে সেবার হারিয়ে ফেলে চেন্নাই। মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। এরপর ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধে ফের নেতৃত্বে আসেন ধোনি।

গত আসরে ধোনির নেতৃত্বে পঞ্চম শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। যা যৌথভাবে শিরোপা জয়ে সর্বোচ্চ। সমান সংখ্যক চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া ধোনির হাত ধরে দলটি রানার্সআপও হয়েছে পাঁচ বার- ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ আসরে।

শুক্রবার (২২ মার্চ) থেকে শুরু হবে আইপিএলের নতুন আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। মাঠে নামার একদিন আগে অধিনায়ক পরিবর্তন করার ঘোষণা দিলে সফল এ ফ্র্যাঞ্চাইজিটি।


শেয়ার করুন :