আইপিএলে দল পাননি গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮
আইপিএলে দল পাননি গেইল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ আসরের নিলামে কোন দল পাননি টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেশি বিনোদন দেয়া ক্রিস গেইল।

শনিবার ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আইপিএল নিলামে তার নাম ডাকা হলে বিক্রিতই থেকে যান। কোন দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি।

এদিকে একই দেশের আরেক ক্রিকেটার কাইরন পোলার্ডকে ধরে রাখলেন মুম্বাই ইন্ডিয়ান্স। এবার আইপিএল নিলামে তাকে ৫.৪০ কোটি রুপি দিয়ে তাকে ধরা রাখা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছাতেই প্রতিবারের মতই এবারও ব্যাঙ্গালুরুতেই এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে।চলতি বছর নিলামের জন্য দলগুলোর বাজেট বৃদ্ধি করে এবার ৮০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। আগের বছরে এর পরিমাণ ছিল ৬৬ কোটি।

এবার পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দেয়া হয়েছে। আর এই রেখে দেয়া পাঁচজনের তালিকা জানুয়ারির ৪ তারিখের মধ্যে আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ছে আটদল।

খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে।

উল্লেখ্য, এবার ২০১৮-এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসহ (যারা দু’বছরের নির্বাসন কাটিয়ে এই আইপিএলে ফিরে এসেছে) ৮টা টিমই নিলামে অংশ নেবে। আইপিএল গভর্নিং বডির নতুন প্লেয়ার রিটেন পলিসির কারণে প্রতিটি দলকেই নতুনভাবে হোমওয়ার্ক করে নিয়ে এই নিলামে অংশ নিচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে তারকা খ্যাত মারকুই লিস্টে সাকিব

আইপিএলে তারকা খ্যাত মারকুই লিস্টে সাকিব

মুম্বাইয়ে মোস্তাফিজকে চান শচীন

মুম্বাইয়ে মোস্তাফিজকে চান শচীন

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার-নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার-নাদাল

সাকিব-মোস্তাফিজদের আইপিএল নিলাম আজ

সাকিব-মোস্তাফিজদের আইপিএল নিলাম আজ