বিশ্বকাপ বিক্রি : ৬ ঘণ্টা জেরার মুখে ডি সিলভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ এএম, ০২ জুলাই ২০২০
বিশ্বকাপ বিক্রি : ৬ ঘণ্টা জেরার মুখে ডি সিলভা

২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলংকা! সম্প্রতি এমন অভিযোগ তুলেন ওই বিশ্বকাপের সময়ের শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। তার এমন অভিযোগের পর ওই বিশ্বকাপ নিয়ে তদন্তে নামে শ্রীলঙ্কার সরকার। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটকে।

তারই ফলশ্রুতিতে ২০১১ বিশ্বকাপের ফাইনাল বিক্রি করার অভিযোগের তদন্তে তখনকার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলঙ্কান পুলিশ। কলম্বোতে মঙ্গলবার (৩০ জুন) ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক এই অধিনায়ককে।

ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দেশটির ওপেনার ও সেই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ওপেন করা উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিট। বুধবার থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ শ্রীলঙ্কান পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন শ্রীলঙ্কার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিটেন্ডেন্ট জগৎ ফনসেকা। তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) আমরা ম্যাচ ফিক্সিং অভিযোগের তদন্ত শুরু করেছি। অরবিন্দ ডি সিলভার দেওয়া জবানবন্দী থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই দলের খেলোয়াড় উপল থারাঙ্গাকে বুধবার জিজ্ঞাসাবাদ করবো।’

ফনসেকা আরও জানিয়েছেন, এ তদন্তের কাজে তারা ইন্টিলিজেন্স রিপোর্ট নেওয়া শুরু করেছেন। এর পাশাপাশি কিছু আন্তর্জাতিক সূত্র ধরে আগাবেন তারা। যেহেতু ম্যাচটির (বিশ্বকাপ ফাইনাল) গুরুত্ব ও পরিধি অনেক বেশি ছিল, তাই এ বিষয়ে কোন খামেখেয়ালির জায়গা নেই।

উল্লেখ্য, বিশ্বকাপের ওই ফাইনাল ম্যাচে ৩০ মিনিট ক্রিজে থেকে ২০ বলে ২ রান করে আউট হয়েছিলেন থারাঙ্গা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালে ফিক্সিংয়ের সত্যতা চান মাহেলা-সাঙ্গাকারা

বিশ্বকাপ ফাইনালে ফিক্সিংয়ের সত্যতা চান মাহেলা-সাঙ্গাকারা

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছিল শ্রীলঙ্কা!

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছিল শ্রীলঙ্কা!

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়াহাব-হাফিজরাও

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়াহাব-হাফিজরাও

১ আগস্ট থেকে মাঠে ফিরছে ইংলিশ কাউন্টি ক্রিকেট

১ আগস্ট থেকে মাঠে ফিরছে ইংলিশ কাউন্টি ক্রিকেট