১ আগস্ট থেকে মাঠে ফিরছে ইংলিশ কাউন্টি ক্রিকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ পিএম, ৩০ জুন ২০২০
১ আগস্ট থেকে মাঠে ফিরছে ইংলিশ কাউন্টি ক্রিকেট

এপ্রিল থেকে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও করেনাভাইরাসের জেরে মার্চ মাস থেকে সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকায় শুরু হয়নি ইংলিশ কাউন্টি ক্রিকেটও। করোনার পরিস্থিতি উন্নতি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সূচির পর ঘরোয়া মৌসুম ইংলিশ কাউন্টি ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা করছে ইসিবি।

আগস্টের ১ তারিখ থেকে আবারও ছেলেদের ইংলিশ কাউন্টি ক্রিকেট মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি। সেই সাথে মেয়েদের ঘরোয়া মৌসুম শুরু করার ব্যাপারেও আলোচনা চলছে, তবে সেটি কবে নাগাদ শুরু হবে তা জানায়নি বোর্ড। জুলাইয়ের শুরুতে প্রথম শ্রেণির ১৮ টি ক্লাবকে নিয়ে আলোচনা করে খেলাটি কোন ফরম্যাটে হবে তা ঠিক করবে এবং সূচি প্রকাশ করবে ইসিবি।

সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন।

লাল বল ও সাদা বলের ক্রিকেট নিয়ে পরিকল্পিত মৌসুমের জন্য ১ জুলাই বা তার আগে থেকেই অনুশীলন শুরু হতে পারে-এটা জানিয়ে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, ‘আমাদের এই খেলাটির জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। কাউন্টি দলগুলোর সাথে বসে এর সূচি প্রকাশ করা হবে। এটি নিয়ে ১৮ টি প্রথম-শ্রেণির কাউন্টি ক্লাব, পেশাদার ক্রিকেটার সমিতি ও ইসিবির মধ্যে ব্যাপক আলোচনা চলছে।’

সকল খেলোয়াড়, স্টাফ ও অফিশিয়ালদের সুরক্ষার জন্য সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সবরকম নির্দেশনা মেনেই পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটি অবশ্যই জোর দেওয়া উচিত কারণ, আমাদের খেলোয়াড়, কর্মচারী এবং কর্মকর্তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। আমরা সরকারী নির্দেশিকা মেনে আমাদের পরিকল্পনা এবং প্রস্তুতির আকার অব্যাহত রাখবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকশূন্য মাঠে খেলতে মনোবিদের দ্বারস্থ ব্রড

দর্শকশূন্য মাঠে খেলতে মনোবিদের দ্বারস্থ ব্রড

আর্চারকে ‘বড় হুমকি’ মনে করছেন ইউনিস

আর্চারকে ‘বড় হুমকি’ মনে করছেন ইউনিস

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে ওয়েস্ট ইন্ডিজ কোচ

ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে ওয়েস্ট ইন্ডিজ কোচ