ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি দিল ইংল্যান্ড সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ এএম, ০৫ জুলাই ২০২০
ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি দিল ইংল্যান্ড সরকার

ফাইল ফটো

করোনা পরবর্তী ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার সেই চেষ্টার সফলতার অপেক্ষা। ইংল্যান্ডের সমর্থকদের জন্য সুখবর হচ্ছে- দেশটিতে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরাতে অর্থাৎ ম্যাচ আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে সরকার।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন। এর ফলে ৮ জুলাই (বুধবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের টেস্ট আয়োজনেও আর কোন বাধা বা সংশয় থাকলো না। 

বিজ্ঞপ্তিতে টম হ্যারিসন বলেন, ‘আমাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটাঙ্গনের ক্রিকেটারদের কাছে বড় সুখবর যে, যুক্তরাজ্য সরকার মাঠে ক্রিকেট ফেরানোর জন্য সবুজ সঙ্কেত দিয়েছে। সবুজ সঙ্কেত দেওয়ার ক্ষেত্রে আমরা সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞ, বিশেষত অলিভার ডাউডেন, নাইজেল হাডলস্টন এবং ডিসিএমএস জুড়ে যারা আন্তর্জাতিক, পেশাদার ও প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরাতে সহায়তা করেছে।’

তিনি বলেন, ‘এই পুরো সময়জুড়ে আমরা যুক্তরাজ্য সরকারের সাথে কাজ করার, কোভিড -১৯ এর প্রভাব হ্রাস করার চেষ্টা এবং ক্রিকেট নেটওয়ার্কের পাশাপাশি পরিকল্পনা করার দায়িত্ব পালন করেছি। আমরা যুক্তরাজ্য সরকারের সাথে অবিচ্ছিন্ন সংলাপ বজায় রেখেছি এবং তারা যখন নিরাপদ থাকে তখন প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে দেখতেে উন্মুখ ছিল।’

ইসিবি প্রধান নির্বাহী বলেন, তারা এখন সম্মতি জানিয়েছে যে ঝুঁকি হ্রাস করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়ে এটি নিরাপদ। আমরা জানি যে এই গ্রীষ্মে ক্রিকেট ছাড়া চলা সবার পক্ষে কতটা কঠিন হয়েছে এবং আমরা ধৈর্য্যধারণের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। দেশে গ্রীষ্ম মৌসুমের খেলা হিসাবে আমরা বিশ্বাস করি যে সারা দেশ জুড়ে, বিশেষত তরুণ-তরুণীদের সক্রিয় করার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে।’

করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে মাঠে ফিরছে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দু’দেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম শুরু হবে ৮ জুলাই (বুধবার)। এ ম্যাচের মধ্য দিয়ে প্রাণঘাতি করোনাভাইরাসের স্থগিত হয়ে পড়া ক্রিকেট বিশ্বে ফিরতে যাচ্ছে মাঠের ক্রিকেটও। যেখানে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো শঙ্কা রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্তদের ইতি টানলো শ্রীলঙ্কা

জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্তদের ইতি টানলো শ্রীলঙ্কা

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো নিয়ে মাঠে নামবে ইংল্যান্ডও

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো নিয়ে মাঠে নামবে ইংল্যান্ডও

৩০ জন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটার চূড়ান্ত, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

৩০ জন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটার চূড়ান্ত, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

বর্ণবাদের প্রতিবাদের ধরণ নিয়ে ব্রাথওয়েটের বিস্ফোরক মন্তব্য

বর্ণবাদের প্রতিবাদের ধরণ নিয়ে ব্রাথওয়েটের বিস্ফোরক মন্তব্য