ঈদের আগে হচ্ছে না তামিম-মুশফিকদের কন্ডিশনিং ক্যাম্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৪ জুলাই ২০২০
ঈদের আগে হচ্ছে না তামিম-মুশফিকদের কন্ডিশনিং ক্যাম্প

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাস পরবর্তী ইংল্যান্ডের মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউথ্যাম্পটনের শুরু হওয়ার সেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ইতোমধ্যে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট দল অনুশীলনে ফিরেছে। তবে এখনও অফিসিয়ালি অনুশীলনে মাঠে নামেনি বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে মাঠে না ফিরলেও ইতোমধ্যে নিজেদের মতো অনুশীলন শুরু করেছেন টাইগার ক্রিকেটাররা। ঢাকার বাড্ডায় ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। এবার টাইগার ক্রিকেটারদের মাঠে ফেরাতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে কোরবানি ঈদের আগে টাইগারদের অনুশীলন শুরুর কথা শোনা গেলেও তা আর হচ্ছে না। তামিম-মুশফিকদের কন্ডিশন ক্যাম্প শুরু হবে ঈদের পর আগস্টের মাঝামাঝি সময়ে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পের জন্য আমরা নির্বাচক প্যানেল ৩৮ জনের একটা পুল তৈরি করেছিলাম। যখনই ক্যাম্প শুরু হবে প্লেয়ারদের ডাকা হবে। সাথে ২৬ জনের এইচপি ক্যাম্পের তালিকাও তৈরি আছে। করোনার কারণে এইচপিটাও আমরা এবার যথা সময়ে শুরু করতে পারিনি। আশা করছি এইচপি প্রোগ্রামটা আগস্টের মাঝামাঝি থেকে শুরু করতে পারব।’

তিনি আরও বলেন, ‘আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি এটা শুরু করা যায়, তবে একটা ধারাবাহিকতা থাকবে। আর ডিপিএল যদি শুরু হয় ওখান থেকে সেরা পারফর্মারদেরও আমরা অন্তর্ভুক্ত করবো এইচপিতে। আসলে সব নির্ভর করছে পরিস্থিতি কোন দিয়ে যায় সেটার ওপর। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্রিকেটাররাও মাঠে ফিরে দ্রুত মানিয়ে নিতে পারলে আমরা তাড়াতাড়ি আগের অবস্থানে ফিরে যেতে পারব।’

প্রায় চার মাস ক্রিকেটাররা মাঠের বাইরে থাকায় তাদের যে ঘাটতি হয়েছে, পরিকল্পনা মতো এগোলে তা ঘোচানো সম্ভব বলে মনে করেন নান্নু। বলেন, ‘আমার মনে হয় এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। এ রকম চলতে থাকলে আগস্টের মাঝামাঝিতেই কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে পারি। সেটা করা গেলে স্থগিত হওয়া প্রিমিয়ার লিগও শুরু করা যাবে। ঘরোয়া ক্রিকেট দিয়ে ক্রিকেটারদের সেই ঘাটতিটা রিকভার করা যাবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ অ্যাশেজের সমান : স্টিভ ওয়াহ

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ অ্যাশেজের সমান : স্টিভ ওয়াহ

ব্রডের ক্ষোভ যৌক্তিক বলে দাবি অ্যান্ডারসনের

ব্রডের ক্ষোভ যৌক্তিক বলে দাবি অ্যান্ডারসনের

মনোবিদ পাচ্ছেন রুমানা-আকবররা

মনোবিদ পাচ্ছেন রুমানা-আকবররা