ব্রডের ক্ষোভ যৌক্তিক বলে দাবি অ্যান্ডারসনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১২ জুলাই ২০২০
ব্রডের ক্ষোভ যৌক্তিক বলে দাবি অ্যান্ডারসনের

সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে ১১৬দিন পর মাঠে ফিরেছে ক্রিকেট। ইংল্যান্ড ফিরলেও, মাঠে ফেরা হয়নি দলের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রডের। একাদশে সুযোগ না পেয়ে হতাশ হয়ে ক্ষোভ ঝেড়েছেন ব্রড। ব্রডের এ ক্ষোভকে ইতিবাচক হিসেবে দেখছেন টেস্ট ক্রিকেটে তারই দীর্ঘদিনের সঙ্গী জেমস অ্যান্ডারসন।

শুক্রবার (১০ জুলাই) স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ব্রড বলেন, ‘আমাকে আগের দিন রাতেই অধিনায়ক বেন স্টোকস নিশ্চিত করেছে, প্রথম টেস্টে আমি একাদশে থাকবো না। আমি শুনে অবাকই হয়েছি। আমি এমনিতে আবেগী মানুষ নই। তবে আমি এখন অনেক বেশি আবেগী।’

তিনি আরও বলেন, ‘একাদশে সুযোগ না পাওয়া আমি মানতে পারছি না। গত কয়েকদিন আমার জন্য ভীষণ কঠিন যাচ্ছে। যদি বলি আমি হতাশ, তবে কম বলা হবে। আমি ক্ষুব্ধ, রাগান্বিত, ভেতরে-ভেতরে জ্বলছি। একাদশে সুযোগ না পাওয়াটা মেনে নেওয়া কঠিন।’

ব্রডের এমন ক্ষোভে সায় দিলেন অ্যান্ডারসনও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিনের খেলা শেষে শুক্রবার (১০ জুলাই) অ্যান্ডারসন বলেন, ‘প্রথম টেস্টে একাদশে সুযোগ না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ ব্রড। এটা স্বাভাবিক। আমি এমনটি চাইনি। কিন্তু ব্রড বাদ পড়াটা ইংল্যান্ডের জন্য ভালো ব্যাপার। কারণ সে এখন দলে ফিরতে মুখিয়ে আছে এবং সেরাটা দিতে অস্থির হয়ে আছে।’

ইংল্যান্ডের হয়ে সাফল্য পেতে ব্রড সব সময়ই মরিয়া থাকে বলে জানান অ্যান্ডারসন। দলের বাইরে থেকেও দলের জন্য পারফরম্যান্স করতে না পারায় ব্রডের আপসোসকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

তিনি বলেন, ‘ব্রড দলের সঙ্গে থাকতে এবং দলকে সাফল্য এনে দিতে সবসময়ই মরিয়া হয়ে থাকে। যা আমাদের পুরো দলের জন্য ইতিবাচক ব্যাপার। আমি আশাবাদী ব্রড দ্রুতই দলে ফিরবে এবং সেরা পারফরম্যান্সই করবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে দিতে হবে চারবার করোনা পরীক্ষা

সিপিএলে দিতে হবে চারবার করোনা পরীক্ষা

সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

আয়ারল্যান্ডের অনুশীলন দলে আফ্রিকান কার্টিস ক্যাম্পার

আয়ারল্যান্ডের অনুশীলন দলে আফ্রিকান কার্টিস ক্যাম্পার

টিকিটের টাকা ফেরত পাচ্ছেন পিএসএলের দর্শকরা

টিকিটের টাকা ফেরত পাচ্ছেন পিএসএলের দর্শকরা