ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৮ জুলাই ২০২০
ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

করোনার কারণে জৈব সুরক্ষা পরিবেশে খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। জৈব সুরক্ষা নিয়ম ভঙ করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন পেসার জোফরা আর্চার। আর্চারের এমন কান্ডে ক্ষেপেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং। প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রটোকল নিয়েও।

স্কাই স্পোর্টসে এক আলোচনায় আর্চারের নিয়ম ভঙ করা নিয়ে কথা বলেন হোল্ডিং। তিনি বলেন, ‘আর্চারের প্রতি আমার একটুও সহানুভূতি নেই। আমি বুঝতে পারছিনা, সহজ নিয়মগুলো মানুষ কেন পালন করতে পারে না। ত্যাগের কথা বললে, বলতে হয় নেলসন ম্যান্ডেলা কোনো ভুল না করেই জেলে একটি ঘরে ২৭ বছর কাটিয়েছেন। সেটিকে বলে ত্যাগ। এখানে তো কোন বড় নিয়ম বেঁধে দেওয়া হয়নি। সকলে নিজের ও পরের জন্য সর্তক থাকবে। বর্তমান পরিস্থিতিতে নিয়ম কেন ভাঙতে হবে আর্চারকে।’

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে করা জৈব সুরক্ষা নিয়েও সমালোচনা করেছেন হোল্ডিং। ইংল্যান্ড দলের খেলোয়াড়দের একত্রে বাসে ভ্রমণ করাতে বিধি-নিষেধ দিয়েছে ইসিবি। ইসিবির এই সিদ্ধান্তটি অযৌক্তিক বলে মনে করেন তিনি।

হোল্ডিং বলেন, ‘করোনাভাইরাসের জন্য ইসিবি যে নিয়ম করেছে, তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি বুঝতে পারছি না ইংল্যান্ড দল কেন একত্রে বাসে ভ্রমণ করছে না। তারা ইতোমধ্যে করোনাভাইরাস পরীক্ষায় পাস করেছে ও সবাই এক সাথে থাকছে। এই দু’মাসে ছয়টি টেস্ট ম্যাচ খেলতে হবে তাদের। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে হবে তাদের, সবাই এক বাসে কেন নয়? কেন তাদেরকে ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের অনুমতি দেওয়া হলো?’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাউথ্যাম্পটন থেকে ম্যানচেস্টারে আসার পথে নিজ বাড়িতে বিশ্রাম নিয়েছেন ইংল্যান্ডের আর্চার। ফলে দ্বিতীয় টেস্টে সুযোগ পাননি তিনি। ব্যক্তিগত গাড়িতেই ইংল্যান্ডের সকল খেলোয়াড়কে ভ্রমনের নির্দেশ দিয়েছে ইসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এসএসসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে মাহেলা

এসএসসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে মাহেলা

দলের সাথে করোনামুক্ত ভাট্টি

দলের সাথে করোনামুক্ত ভাট্টি

রাবাদার পরিবর্তে দলে এনটিনি পুত্র থান্ডো

রাবাদার পরিবর্তে দলে এনটিনি পুত্র থান্ডো

আকবরদের নিয়ে ছক কষছে বিসিবি

আকবরদের নিয়ে ছক কষছে বিসিবি