মেয়েদের আইপিএল আয়োজনের পরিকল্পনায় বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৩ আগস্ট ২০২০
মেয়েদের আইপিএল আয়োজনের পরিকল্পনায় বিসিসিআই

পুরুষদের মত নিজ দেশের নারীদের নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেই সাথে জাতীয় দল নিয়েও পরিকল্পনা করছেন বলে তিনি জানিয়েছেন।

আইপিএর গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গাঙ্গুলি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, নারীদের আইপিএল নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা হচ্ছে। জাতীয় দলকে নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।’

গাঙ্গুলি আরও বলেন, ‘এখনো করোনার সংক্রমণ চলছে। তাই নারী বা পুরুষ, ঝুঁকির মুখে আমরা কোনও ক্রিকেটারকেই ফেলতে পারি না। তবে আমরা ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করছি। নারী ক্রিকেটারদের জন্য আমরা বিশেষ শিবিরের কথা ভাবছি।’

করোনার কারণে নিজ দেশে আয়োজন না করে সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের ১৩তম আসর শুরুর চূড়ান্ত সিদ্বান্ত নিয়েছে বিসিসিআই। যার জন্য নিজ দেশের সরকারের সবুজ সংকেতও পেয়েছে বিসিসিআই।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। যেখানে নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে প্লে-অফের ম্যাচগুলো। নভেম্বরের ১-১০ তারিখের মাঝে নারীদের আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার দু’টি সফর স্থগিত

দক্ষিণ আফ্রিকার দু’টি সফর স্থগিত

বিসিসিআই’র কাছে মাঞ্জরেকারের অনুরোধ, অপেক্ষা সৌরভের সিদ্ধান্তের

বিসিসিআই’র কাছে মাঞ্জরেকারের অনুরোধ, অপেক্ষা সৌরভের সিদ্ধান্তের

আইপিএলে ৩০-৫০ শতাংশ দর্শক রাখার ভাবনায় আরব আমিরাত

আইপিএলে ৩০-৫০ শতাংশ দর্শক রাখার ভাবনায় আরব আমিরাত

কোহলির গ্রেপ্তার চেয়ে আদালতে মামলা

কোহলির গ্রেপ্তার চেয়ে আদালতে মামলা