নারীদের ওয়ানডে বিশ্বকাপও স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ এএম, ০৮ আগস্ট ২০২০
নারীদের ওয়ানডে বিশ্বকাপও স্থগিত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এবার ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপও স্থগিত করা হলো। শুক্রবার (৭ আগস্ট) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২০২১ সালের নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারীদের ওয়ানডে বিশ্বকাপ নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে আসরটি ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে নেওয়া হয়েছে।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া ক্রিকেটের বড় ইভেন্টের এটি দ্বিতীয় টুর্নামেন্ট। এর আগে একই কারণে বাতিল করা হয়েছে চলতি বছরের অস্ট্রেলিয়ায় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এদিকে নারী বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার দিনে বাতিল হওয়া অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য নতুন তারিখ ঘোষণা করেছে আইসিসি। নতুন তারিখ অনুযায়ী ২০২১ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার পর ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ।

করোনার কারণে এখন টানা তিন বছর বিশ্বকাপ পাচ্ছে ক্রিকেট বিশ্ব। ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি

ভারত সফরে আসছে না ইংল্যান্ড

ভারত সফরে আসছে না ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ২০২১ ধরে রাখলো ভারত, অস্ট্রেলিয়া ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ২০২১ ধরে রাখলো ভারত, অস্ট্রেলিয়া ২০২২

শেখ কামালের নামে ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি

শেখ কামালের নামে ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি