ধোনির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে : হাবিবুল বাশার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৩ আগস্ট ২০২০
ধোনির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে : হাবিবুল বাশার

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা দিবসে অর্থাৎ শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ভারতের সাবেক অধিনায়ক ও দুইবারের বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং (এমএস) ধোনি । ধোনির বিদায়ের পর চারিদিকে আলোচনা হচ্ছে ধোনির ক্যারিয়ার নিয়ে।

ভারতের বিশ্বকাপ জয়ী এ অধিনায়কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাশার জানান, ধোনির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।

আনন্দবাজার প্রশ্ন করেন বাংলাদেশের একজন সাবেক অধিনায়ক হিসাবেই শুধু নয়, আপনার সঙ্গে ধোনির সম্পর্ক অনেক গভীর। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক ঘটেছিল আপনার দলের বিরুদ্ধে। ২০০৪ থেকে ২০২০, লম্বা সময়। ধোনির ক্রিকেট সফর কীভাবে দেখছেন?

এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘প্রথমেই ফিনিশার ধোনির কথা বলতে হয়। এমন ফিনিশার খুব কম এসেছে ক্রিকেটে। হয়তো আগামী দিনেও কম আসবে। একজন ক্যাপ্টেন হিসেবেও ওর মতো কাউকে পাওয়া মুশকিল। অধিনায়ককে নিজের কাজটা ঠিকঠাক করার জন্য পারফর্ম করা জরুরি। সেটা ও (ধোনি) করেছে। সবচেয়ে ভালো দিক হলো, ওর মনের মধ্যে কী রয়েছে, তা ও কিছুতেই বুঝতে দিতো না। কেউ বুঝতে পারত না ও কী ভাবছে।’

তিনি আরও বলেন, ‘দেখুন, ক্যাপ্টেন যদি টেনশনে পড়ে যায়, উত্তেজিত হয়ে পড়ে, তবে তা সংক্রামিত হয় দলের মধ্যে। আমি নিশ্চিত, ধোনিরও নির্ঘাত টেনশন হতো। একজন ক্যাপ্টেন হিসেবে আমি এটা বুঝতে পারি। কিন্তু তা কখনও দেখাত না। সবসময় ওকে একই রকম দেখাত। যা বিশাল বড় গুণ। ওর মাথাটা খুব ঠান্ডা। ফলে, সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। রিভিউ সিস্টেমের কথাই বলুন না। ওর মতো পারফেক্ট রিভিউ খুব কম উইকেটকিপারই নিতে পারে। কারণ, ওর মাথাটা একেবারে ঠান্ডা। যার ফলে সিদ্ধান্তে ভুল হতো না। আমার মনে হয় বাংলাদেশের ওর কাছে থেকে অনেক কিছু শেখার রয়েছে।’

কী কী শেখার রয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক কিছু। একজন তরুণ ক্রিকেটার যেমন শিখতে পারে, তেমনই সিনিয়ররাও পারে ওকে দেখে, অনুকরণ করে। ভারতের মতো দলকে সামলানো সহজ নয়। যে কোনও পরিস্থিতিতে, যে কোনও মুহূর্তে ও সিনিয়র-জুনিয়রদের একসঙ্গে সামলেছে। একটা দলকে কী করে গড়ে তুলতে হয়, সেই নিরিখে ও দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। আর সেটা সবার কাছেই থাকবে। ও গ্রেট পার্সন, গ্রেট ক্রিকেটার। এখন ওর অবসর নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমার মনে হয় অবসর নিয়ে না ভেবে ওর সামগ্রিক ক্যারিয়ারের দিকে তাকানো উচিত। আর তা হলেই পরিষ্কার হবে যে ধোনির থেকে সবারই অনেক কিছু শেখার রয়েছে।’

এছাড়া জানতে চাওয়া হয় এখনকার বাংলাদেশ দলের মধ্যে ধোনির কোন বৈশিষ্ট দেখতে চাইছেন? সোজা কথায়, ধোনির কোন গুণগুলো এই দলের দরকার? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট সব সময় চাপের খেলা। ওঠা-পড়া থাকে। চলতেই থাকে। এটাকে মেনে নিয়ে এই চাপ কীভাবে সামলাতে হয়, সেটা ধোনির থেকে নেওয়া যেতে পারে। আমাদের টিমে যেমন সাফল্য-ব্যর্থতা লেগেই থাকে। ওঠা-পড়া অনেক বেশি। পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে। কিন্তু, সফল হওয়ার জন্য মারাত্মক চাপ থাকে আমাদের দলের উপর।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস 


শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকভর্তি মাঠে আইপিএল  আয়োজনে আশাবাদী ইসিবি

দর্শকভর্তি মাঠে আইপিএল আয়োজনে আশাবাদী ইসিবি

পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নাসিম শাহ-হায়দার আলী

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নাসিম শাহ-হায়দার আলী

তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা

তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা