তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ এএম, ২২ আগস্ট ২০২০
তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা

বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক অনুশীলন ক্যাম্পকে সামনে রেখে করোনা পরীক্ষা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার প্রথম, দ্বিতীয় ধাপের পর শেষ হলো তৃতীয় ও শেষ ধাপের করোনার পরীক্ষা। তৃতীয় ও শেষ ধাপের করোনা পরীক্ষায় টাইগার যুবাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তৃতীয় ও শেষ ধাপে ১৭ জন ক্রিকেটার ও ৪ স্টাফের নমুনা সংগ্রহ করে বিসিবির মেডিকেল টিম। যাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। যাদেরকে আজ বিকেএসপিতে পাঠানো হয়েছে।

এর আগে প্রথম ধাপে নমুনা নেওয়া ২৭ জনের ফলাফল নেগেটিভ এসেছে। ২৭ জনের মাঝে ১৫ জন ক্রিকেটারের পাশাপাশি ছিলেন ১২ জন স্টাফ। করোনা নেগেটিভ হওয়া ২৭ জনই সোমবার (১৭ আগস্ট) দুপুরে যোগ দিয়েছেন সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্পে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় ধাপে ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করে বিসিবির মেডিকেল টিম। যেখানে ১৫ জনের মাঝে ১৪ জনের ফলাফল নেগেটিভ আসার বিপরীতে একজনের পজেটিভ এসেছে। নেগেটিভ আসা ক্রিকেটারদের সকালে বিকেএসপিতে নেওয়া হয়েছে। অন্যদিকে পজেটিভ হওয়া ক্রিকেটারকে বিসিবির অধীনে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে অনুর্ধ্ব-১৯ দলের ৪৫ জনের প্রাখমিক স্কোয়াড তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ২৩ তারিখ থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে যুব দলের অনুশীলন ক্যাম্প। যা শেষ হবে ১৮ সেপ্টেম্বর।

চার সপ্তাহের অনুশীলন ক্যাম্পে থাকাকালীন সময়ে আটটি ম্যাচ খেলার ‍সুযোগ পাবে স্কোয়াডে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটার। ম্যাচগুলো শেষে তাদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ২৫-৩০ জনের দল বানাবে বিসিবি। সেই ২৫-৩০ জনকে নিয়ে ২০২২ সালের বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানো হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে পারেন মোদি : শোয়েব

ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে পারেন মোদি : শোয়েব

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

ধোনির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করবে বিসিসিআই

ধোনির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করবে বিসিসিআই