দলগত অনুশীলনে নামছে টাইগাররা, শুরুর দিনে ৯ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ এএম, ৩১ আগস্ট ২০২০
দলগত অনুশীলনে নামছে টাইগাররা, শুরুর দিনে ৯ ক্রিকেটার

ফাইল ছবি/ বিসিবি

ব্যক্তিগত অনুশীলনের পর দলগতভাবে শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। করোনার কারণে দলগত অনুশীলনে বাধা ছিল। কিন্তু শ্রীলঙ্কা সফর এগিয়ে আসায় ম্যাচের কথা মাথায় রেখে দলগত অনুশীলনের দিকে নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে অবশ্যই কড়া স্বাস্থ্যবিধি মেনেই তা করতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রকাশিত সূচি অনুসারে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সীমিত আকারে শুরু হবে দলগত অনুশীলন। প্রায় ছয় মাস পর মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট করার সুযোগ পাবেন ব্যাটসম্যানরা। সূচি অনুসারে, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম প্রথমে সেন্টার উইকেটে ব্যাট করার সুযোগ পাবেন। তাদের বোলিং করবেন পেসার মেহেদী হাসান রানা, দুই স্পিনার তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

পরে তিন পেসার তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনকে খেলবেন অন্য দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। ধীরে-ধীরে অন্যান্য সকল ব্যাটসম্যানও নিজেদের তৈরি করতে পেসার ও স্পিনারদের খেলবেন। একই সাথে, ব্যক্তিগত ব্যাটিং ও ফিটনেস ট্রেনিংও চলতে থাকবে। ২৬ জুলাই থেকে সকল স্বাস্থ্য বিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় বিসিবি।

জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরের নির্ধারিত সূচি ছিল বাংলাদেশ দলের। কিন্তু করোনার কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজের সফরটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ বাতিল হওয়াতে সফরের সূচি পুনরায় নির্ধারণ করা হয়। দেশে এক সপ্তাহের আবাসিক ক্যাম্প শেষ করে ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, ‘ব্যক্তিগত অনুশীলনে যে স্বাস্থ্যবিধি উল্লেখ করা হয়েছিল, দলগত অনুশীলনেও সেটিই অনুসরণ করা হবে। প্রথমত এটি সীমিত আকারে শুরু হবে এবং আমরা এটি পরে বাড়াবো। আমরা দলগত অনুশীলনটি এভাবে করবো, যেখানে একজন ব্যাটসম্যান একজন বোলারের বিপক্ষে খেলবেন।’

উদাহরণস্বরুপ তিনি বলেন, ‘তাসকিনের বিপক্ষে খেলবেন মুশফিক। অনেক সময়, একজন ব্যাটসম্যান দু’জন বোলারদের বিপক্ষেও খেলতে পারবেন, এর মধ্যে একজন পেসার ও অন্যজন স্পিনার। ম্যাচের চিত্রের ভিত্তিতে আমরা এটি পরিচালনার চেষ্টা করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোচিং স্টাফরা ফিরলে প্রস্তুতির গতি আরও বাড়বে : আল-আমিন

কোচিং স্টাফরা ফিরলে প্রস্তুতির গতি আরও বাড়বে : আল-আমিন

মাঠে নেমেই নিয়ম ভাঙলেন আমির

মাঠে নেমেই নিয়ম ভাঙলেন আমির

হোম অব ক্রিকেটে ফিরলেন নুরুল হাসান সোহান

হোম অব ক্রিকেটে ফিরলেন নুরুল হাসান সোহান

তামিম-মুশফিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান ম্যাকমিলান

তামিম-মুশফিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান ম্যাকমিলান