ব্যাটে-বলে দুর্দান্ত ম্যাশ, দুর্ভাগ্য দলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৩ মার্চ ২০১৮
ব্যাটে-বলে দুর্দান্ত ম্যাশ, দুর্ভাগ্য দলের

ব্যাটে-বলে সমান তালে দাপট দেখিয়ে চলেছেন টাইগারদের জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ (শুক্রবার) প্রথমে বল হাতে ৪ উইকেট, পরে ব্যাট হাতে ২১ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। তবে দুর্ভাগ্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৯ রানে হেরে গেছে তার দল আবাহনী।

এর ফলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চলমান আসরে প্রথম হারের স্বাদ পেল আবাহনী লিমিটেড। শুক্রবার সপ্তম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৯ রানে যায় মাশরাফির আবাহনী।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে জাকির হাসান ও আল-আমিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৯ দশমিক ২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৬ রান করে প্রাইম ব্যাংক। আল-আমিন ৯৮ বলে ৮৪ ও জাকির ৮১ বলে ৬২ রান করেন। এছাড়া ভারতীয় রিক্রুট ইউসুফ পাঠান ২৮ রান করেন। বল হাতে আবাহনীর সফল বোলার ছিলেন দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। ৯ দশমিক ২ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

জবাবে শুরুতেই বিপদে পড়ে যায় আবাহনী। ১৭ রানের মধ্যে উপরের সারির ৩ উইকেট হারায় আবাহনী। এরপর ১২৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক নাসির হোসেন। দু’জন হাফ-সেঞ্চুরির স্বাদ নিলেও দলকে জয়ের বন্দরে ফেরানোর দায়িত্ব পালন করতে পারেননি। পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান পর্যন্ত পৌছাতে সক্ষম হয় আবাহনী।

লিগে প্রথম ছয় ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল আবাহনী। তারপরও ৭ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। সমান সংখ্যক ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে প্রাইম ব্যাংক।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে দল পেলেন সাকিব-রিয়াদ

সিপিএলে দল পেলেন সাকিব-রিয়াদ

টি-টোয়েন্টি টেস্টের ক্ষতি করছে : ওয়ালশ

টি-টোয়েন্টি টেস্টের ক্ষতি করছে : ওয়ালশ

শেরে বাংলা নিয়ে আইসিসিতে বিসিবির আপিল

শেরে বাংলা নিয়ে আইসিসিতে বিসিবির আপিল

পাকিস্তানের সৌন্দর্যে মু্গ্ধ সৌরভ

পাকিস্তানের সৌন্দর্যে মু্গ্ধ সৌরভ