শেরে বাংলা নিয়ে আইসিসিতে বিসিবির আপিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ এএম, ০১ মার্চ ২০১৮
শেরে বাংলা নিয়ে আইসিসিতে বিসিবির আপিল

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের পর মিরপুর শেরে বাংলার উইকেট নিয়ে বাজে রিপোর্ট দিয়েছিলেন ম্যাচ রেফারি ডেভিড বুন।শেরে বাংলাকে তিনি ‘গড় পড়তার চেয়েও খারাপ’ বলে অভিহিত করেছিলেন। ফলে বাংলাদেশের এ হোম ক্রিকেট মাঠের বিরুদ্ধে একটি ডিমেরিটস পয়েন্ট যোগ হয়েছে। তবে আইসিসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) আপিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরের উইকেট ‌‘বিলো এভারেজ’ নয় বলে দাবি বিসিবির। আইসিসির কাছে মাঠের পক্ষে নিজেদের রিপোর্ট, প্রমাণ এবং ভিডিওসহ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেছে বিসিবি।

আইসিসির ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে বিসিবি করা আপিলের শুনানি শেষ হবে আগামী ১৪ মার্চের মধ্যে। বাংলাদেশের আপিল গ্রহণ করা হবে কি না, সেটি নির্ধারিত হবে ম্যাচ রেফারির প্রতিবেদন, বিসিবির প্রতিবেদন, ম্যাচের ভিডিও ও বিসিবি নিজেদের পক্ষে যে সব যুক্তি দিয়েছে তা বিবেচনা করে।

প্রতিবেদনে বুন জানিয়েছিলেন, মিরপুরের মাঠে টেস্টজুড়েই উইকেটে অসম বাউন্স আর বিষম টার্ন ছিল। পিচে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেটা বোলারদের মধ্যেই, স্কিল প্রদর্শনীতে ব্যাটসম্যানের যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি।

ওই রিপোর্টের ফলে আইসিসি মিরপুরের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেয়। আইসিসির পরিমার্জিত উইকেট ও আউটফিল্ড নীতিমালা অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে ৫ ডিমেরিট পয়েন্ট হলে এক বছরের জন্য নিষিদ্ধ হবে শেরেবাংলা স্টেডিয়াম।

শ্রীলঙ্কা সিরিজে শুধু মিরপুরের মাঠেই নয়, নেতিবাচক পয়েন্ট পেয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটও। তবে মিরপুরের জন্য আপিল করলেও জহুর আহমেদের জন্যও কেন আপিল করা হয়নি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা

দায়িত্ব অন্তর্বর্তীকালীন, তবুও প্রত্যাশা জানালেন কোচ ওয়ালশ

দায়িত্ব অন্তর্বর্তীকালীন, তবুও প্রত্যাশা জানালেন কোচ ওয়ালশ

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

সেঞ্চুরির অপেক্ষায় মিরপুরের শেরে-বাংলা

সেঞ্চুরির অপেক্ষায় মিরপুরের শেরে-বাংলা