ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২০
ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি

প্রাণঘাতি করোনার কারণে বিদেশে আইপিএল আয়োজন করা হয়েছে। তবে নতুন বছরের জানুয়ারি-মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আইসিসির সূচি অনুযায়ী দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা ভারতের। তবে করোনার কারণে সিরিজটি এখনো নিশ্চিত নয়।

করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে বিশ্ব ক্রিকেট থমকে যায়। তবে জুলাইয়ে নিজেদের মাঠে ক্রিকেট ফেরিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মাঠে ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে সেটি ভারতের মাটিতে নয়। ভারতের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে চলছে আইপিএলের ১৩তম আসর।

ঘরের মাঠে ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা হিসেবে বিসিসিআই সভাপতি গাঙ্গুলি বলেন, ‘ভারতের মাটিতেই সিরিজ করার পরিকল্পনাই করছি আমরা। সংযুক্ত আরব আমিরাতেও সুবিধা রয়েছে। তিনটি স্টেডিয়ামে খেলা হচ্ছে আইপিএলের। খুবই ভালো পরিবেশে খেলাগুলো হচ্ছে।’

মরুরদেশের আইপিএলের খেলা ভালোভাবে হলেও ঘরোয়া সিরিজ দেশের মাটিতেই করতে চান গাঙ্গুলি। বলেন, ‘ভারতেও একই জায়গায় একাধিক মাঠ রয়েছে। মুম্বাইয়, কলকাতা, দিল্লি, হায়দারাবাদসহ সবখানেই অনেক স্টেডিয়াম রয়েছে। এসব স্টেডিয়ামগুলোতে সুরক্ষা-বলয় তৈরি করতে হবে। ভারতের সিরিজ ভারতেই করতে চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘হৃদয় যেখানে ম্যাচ সেখানেই হওয়া জরুরি। আমাদের করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। তবে আমাদের লক্ষ্য যে কোন পরিস্থিতি মোকাবেলা করে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছর পর আবারও ক্রাইস্টচার্চ সফরে বাংলাদেশ

দুই বছর পর আবারও ক্রাইস্টচার্চ সফরে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

আইসিসির সদর দপ্তরে করোনার থাবা

আইসিসির সদর দপ্তরে করোনার থাবা

মোদি সরকার থাকলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব : আফ্রিদি

মোদি সরকার থাকলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব : আফ্রিদি