পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ফিক্সিংয়ের থাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ এএম, ১৮ অক্টোবর ২০২০
পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ফিক্সিংয়ের থাবা

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও থাবা পড়েছে ম্যাচ ফিক্সিংয়ের। দেশটিতে চলমান ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন এক ক্রিকেটার।

ফিক্সিং প্রস্তাব পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন সংশ্লিষ্ট ওই ক্রিকেটার। ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ)। তবে সবকিছু গোপন রেখে তদন্ত করতে চাইছে এসিইউ।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। তবে অভিযোগ করা ক্রিকেটার ও দলের নাম প্রকাশ করেনি তারা। এসিইউ ছাড়াও এ ফিক্সিং প্রস্তাবের তদন্ত করছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সি (এফআইএ)।

বিবৃতিতে পিসিবি জানায়, ‘রিপোর্ট অনুযায়ী পিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট তাদের নিজস্ব তদন্ত করেছে। কিছু তথ্য পাওয়া গেছে এবং সেগুলো এফআইএ-এর কাছে পাঠানো হয়েছে। এ জাতীয় বিষয়ে তদন্ত করার জন্য দক্ষতা, সামর্থ্য এবং ক্ষমতা প্রয়োজন।’

করোনার কারণে দীর্ঘদিন বিরতির পর ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারও পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফিরে আসে। তবে জুয়াড়িরা ঘরোয়া টি-টোয়েন্টি কাপেও ফিক্সিং প্রস্তাবে সবর রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার ভারতীয় জুয়াড়ি

পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার ভারতীয় জুয়াড়ি

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

আইপিএলে ফিক্সিং প্রস্তাব, তদন্তে বিসিসিআই

আইপিএলে ফিক্সিং প্রস্তাব, তদন্তে বিসিসিআই

নির্বাচকের পদ ছাড়লেন মিসবাহ

নির্বাচকের পদ ছাড়লেন মিসবাহ