মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ এএম, ২০ নভেম্বর ২০২০
মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক শান্ত

বিসিবির প্রেসিডেন্ট’স কাপে একটি দলের (নাজমুল একাদশ) নেতৃত্বে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে ফাইনালে গিয়ে মাহমুদউল্লাহদের কাছে হেরে যায় তারা। এবার পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও নেতৃত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। মিনিস্টার গ্রুপ রাজশাহীর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলটিতে মোহাম্মদ আশরাফুল-সাইফউদ্দিনদের মতো তারকা ক্রিকেটার থাকলেও ‘এ’ ক্যাটাগরির কোন ক্রিকেটার নেই। প্লেয়ার ড্রাফটে তারা কোন ‘আইকন’ খ্যাত ‘এ’ ক্যাটাগরিতে থাকা পাঁজনের একজনকেও দলে ভেরায়নি তারা।

অধিনায়কের দায়িত্ব পেয়ে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয়, দলের কম্বিনেশন খুব ভালো হয়েছে। দলে সিনিয়র ও তরুণ খেলোয়াড় রয়েছে। সমন্বয়টা খুবই ভালো। অভিজ্ঞ খেলোয়াড় আছে। আশা করছি খুবই ভালো টুর্নামেন্ট হবে। আশা করছি টি-টুয়েন্টি আসর যেহেতু, খুবই ভালো উইকেটে খেলা হবে। তারপরও উইকেট যেমনই হোক আমরা মাঠে গিয়ে সে অনুসারেই খেলার চেষ্টা করবো। কিন্তু উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই।’

২৪ নভেম্বর (মঙ্গলবার) থেকে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী দিনেই বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

ওয়েস্ট ইন্ডিজের সফরে টেস্ট ম্যাচ কমাতে পারে বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের সফরে টেস্ট ম্যাচ কমাতে পারে বিসিবি

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

সিলেটে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল

সিলেটে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল