সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৯ নভেম্বর ২০২০
সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

ছবি : বিসিবি

পূজা মণ্ডবে যাওয়ার ইস্যুতে মৃত্যুর হুমকি পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দিয়েছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে সাকিবকে হুমকি দেওয়া হয়েছে, তাই তার নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ঘটনাটি উদ্বেগজনক বলে উল্লেখ করে নিজামউদ্দিন বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এ জাতীয় বিষয় কখনই কাম্য হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নিচ্ছে।’
sportsmail24
সিলেট সদর উপজেলার শাহপুরের তালুকদারপাড়া এলাকা থেকে মহসিন তালুকদার নামে এক ব্যক্তি গত ১৫ নভেম্বর রাতে ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি দেন। ভারতের কলকাতায় একটি পূজা মন্ডপ উদ্বোধনের জন্য বিশ্বসেরা এ অলরাউন্ডারকে ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

ভিডিওতে সাকিবকে উদ্দেশ্য করে মহসিন বলেন, ‘একটি পূজা মন্ডপের উদ্বোধন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তাকে অবশ্যই হত্যা করতে হবে।’ পরে পুলিশ মহসিনকে গ্রেফতার করেছে।

এদিকে ফেসবুক লাইভে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। তিনি জানান, তিনি কোন পূজা মন্ডপ উদ্বোধন করেননি। তবে এ জন্য প্রকাশ্যে ক্ষমাও চান সাকিব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পুলিশের আপত্তি, বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের

পুলিশের আপত্তি, বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের

সাকিবকে হত্যার হুমকিদাতা যুবক গ্রেফতার

সাকিবকে হত্যার হুমকিদাতা যুবক গ্রেফতার

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

৩৭৫ দিন পর মিরপুরে সাকিব

৩৭৫ দিন পর মিরপুরে সাকিব