২০ নারী ক্রিকেটারের তালিকায় মুর্শিদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০২০
২০ নারী ক্রিকেটারের তালিকায় মুর্শিদা

বিশ্ব ক্রিকেটে নারী খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। প্রশ্নটি ছিল- আগামী এক দশক বিশ্ব ক্রিকেটে শাসন করবেন কারা?

ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া প্রশ্নে শীর্ষ ৯টি আন্তর্জাতিক দল ২০৩০ সাল পর্যন্ত যেসব নারী ক্রিকেটাররা ব্যাটে-বলে বিশ্ব মাতাতে পারেন, তেমনই ২০ জনকে খুঁজে বের করেছেন খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকাররা। তাদের মতামতের ভিত্তিতে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই তালিকায় আছেন বাংলাদেশের একমাত্র বাঁ-হাতি ব্যাটসম্যান মুর্শিদা খাতুন।
sportsmail24
২০১৮ সালের মে’তে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুর্শিদার। ওই সফরেই টি-টোয়েন্টি অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী মুর্শিদা। ব্যাট হাতে ওয়ানডেতে ৫৫ রান ও টি-টোয়েন্টিতে ১৫৪ রান করেছেন তিনি।

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে মুর্শিদা নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন। বলেন, ‘আমি ওয়ানডে ও টি-টোয়েন্টির দুই ফরম্যাটের র‌্যাংকিংয়ে শীর্ষ দশ-এ থাকতে চাই। একাধিক বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক হতে চাই।’

সেরা ২০-এ থাকা নারী ক্রিকেটাররা
শেফালি ভার্মা, সোফি মোলিনাক্স, লরা উলভার্ডট, সোফি এক্লেস্টোন, ইসি ওং, শাবিকা গজনবী, এমেলিয়া কার, জেমিমাহ রোদ্রিগেজ, টায়লা ভলায়েমিনক, সারাহ গ্লেন, নাদিন ডি ক্লার্ক, রাধা যাদব, ওমাইমা সোহেল, জর্জিয়া ওয়ারেহাম, শেনেতা গ্রিমন্ড, মুর্শিদা খাতুন, ফোয়েবে লিচফিল্ড, রিচা ঘোষ, খাবিশা দিলহারি ও আনাবেল সাদারল্যান্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক অভিষেকে বয়স বেঁধে দিল আইসিসি

আন্তর্জাতিক অভিষেকে বয়স বেঁধে দিল আইসিসি

বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম

বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

বঙ্গবন্ধু কাপেও ফেরানো হচ্ছে না দর্শক

বঙ্গবন্ধু কাপেও ফেরানো হচ্ছে না দর্শক