বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করতে চান জেসন মোহাম্মদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১
বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করতে চান জেসন মোহাম্মদ

বাংলাদেশ সফরে তারুণ্য নির্ভর দল আসায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে দুর্বল ভাবলেও ভিন্ন কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক জেসন মোহাম্মদ। হুঙ্কার দিয়ে তিনি বলছেন, এ দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় এবং নেতা হিসেবে উদারহরণ সৃষ্টি করতে চান।

কোভিড-১৯ ও ব্যক্তিগত কারণে ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড ও টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারসহ শীর্ষ ১২ খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। যে কারণে দ্বিতীয় সারির দল পাটাতে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি জেসন মোহাম্মদ নিজেই ২০১৮ সালের পর প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

তবে কেবলমাত্র ভালোভাবে দলের নেতৃত্বই নয়, পুনরায় সেরা একাদশে নিজের স্থানও পাকা করতে চান জেসন। বলেন, ‘দুই বছর যাবত আমি দলের বাইরে ছিলাম। দলের নেতা হিসেবে আমার একটা ভূমিকা থাকবে। তবে ব্যক্তিগতভাবে আমি এ চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। ভালো একটা সিরিজ খেলা এবং পূর্ণ শক্তির দলে নিজের অবস্থান পোক্ত করতে এটা আমার জন্য একটা ভালো সুযোগ। যাতে সত্যিই আমি পুনরায় দলে ফিরতে পারি।’
sportsmail24
তিনি বলেন, ‘অন্যান্য দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। তবে এবার অবশ্যই বড় পর্যায়ে এবং এমন কিছুর জন্য আমি মুখিয়ে আছি।’

দলের অধিকাংশ খেলোয়াড়ই অনভিজ্ঞ এবং জেসন জানেন একটা তারুণ্য নির্ভর দলকে নেতৃত্ব দেওয়াটা কঠিন হবে। কেননা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধুকতে হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ পাঁচ ওয়ানডের একটিতেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে সর্বশেষ জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

জেসন মোহাম্মদ বলেন, ‘রেকর্ড অনুসারে গত দুই বার তারা আমাদের চেয়ে ভালো করেছে। আমরা একটা তারুণ্য নির্ভর দল। ধারাবাহিকভাবে একশ ওভার ভালো ক্রিকেট খেলতে পারলে ম্যাচ জেতা আমাদের পক্ষে সম্ভব বলে আমি মনে করি। মূল বিষয় হবে ধারাবাহিকতা এবং আমাদের দক্ষতা ভালোভাবে বাস্তবায়ন করা।’

সদ্য বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজকে দলকে উদ্বুদ্ধ করতে খোলা চিঠি দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। নিজেদেরকে দ্বিতীয় সারির খেলোয়াড় না ভেবে যার যার যোগ্যতা প্রমাণের প্রতি জোড় দিতে দলের খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন তিনি।

লয়েডের চিঠির ব্যাপারে জেসন বলেন, ‘এটি আমাদের একজন গ্রেটের পক্ষ থেকে এসেছে। অবশ্যই, এমন ধরনের উৎসাহী কথা আপনি শুনতে চান। চারদিকে, অনেক নেতিবাচক কথা-বার্তা চলছে। যখন আপনি ক্লাইভ লয়েডের মতো ব্যক্তির কাছ থেকে এমন কথা শুনতে পান, এর মানে, তিনি অনেক বেশি বিশ্বাস রাখেন।’

জেসন আরও বলেন, ‘একটি বিশ্বকাপ আসার সাথে-সাথে, আমাদের সকলের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করার সুযোগ রয়েছে। প্রথমত, যখন পুরো দল ফিরে আসে, তখন আসলটি দলটি পাওয়া যায়। আমাদের বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। এটি দলকে অনুপ্রাণিত করছে, আশা করি, আমরা প্রত্যাশামাফিক সবকিছু ফিরিয়ে দিতে পারবো।’

বাংলাদেশের প্রথম অনুশীলন পর্বের আগে হোটেলে তিনদিনের কোয়ারেন্টাইন কাটাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। হোটেলে কিভাবে একাকী সময় কাটিয়েছেন, সেটি জানিয়েছেন জেসন। বলেন, ‘তিনদিন হোটেল রুমে থাকতে প্রথমে কিছুটা কষ্ট হয়েছিল। টিভিতে অনেক বেশি সময় কাটিয়েছি আমি। বাড়িতে পরিবারের সাথে কথা বলে এবং টিভি দেখে সময় কাটাতে হয়েছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

সাকিব-মিরাজদের সামলানোর শিক্ষা নিয়েছে ক্যারিবীয়রা

সাকিব-মিরাজদের সামলানোর শিক্ষা নিয়েছে ক্যারিবীয়রা

প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা

প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ