প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ এএম, ১৬ জানুয়ারি ২০২১
প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা

ফাইল ফটো

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার হাসান মাহমুদ। বৃহস্পতিবার (১৪ জানুায়ারি) বিকেএসপিতে ২১ রানে ৪ উইকেট নেন মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলতে নামা হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। প্রস্তুতি ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে ওয়ানডে দলে সুযোগের পথ তৈরি করে রাখলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া হাসান।

হাসানের সাথে পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহও। তবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের সবার মাঝেই আলাদা ছিলেন হাসান মাহমুদ।

৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ দশমিক ২ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় তামিম একাদশ।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন। ৩২ বলে ৩৫ রান করেন তিনি। বল হাতে ২১ বছর বয়সী হাসানের ৪ উইকেটের সাথে আরেক তরুণ শরিফুল ইসলাম ২৭ রানে ২টি এবং অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেন নিয়েছেন ২টি উইকেট।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানে ইয়াসির আলির বিদায়ের পর মাহমুদউল্লাহ একাদশের ওপেনার নাইম শেখ দলকে ভালো শুরু এনে দেন। ৫২ বলে ৪৩ রান করেন নাইম। সাইফুদ্দিনের বলে আউট হওয়ার আগে ৭টি চার মারেন তিনি।

ভালো শুরু করেছিলেন মুশফিকুর রহিমও। কিন্তু বেশি দূর যেতে পারেননি। ২৮ রান করেন মুশফিক। তবে দলের হাল ধরে অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। ৬৪ বলে ৪টি চারে অপরাজিত ৫১ রান করেন তিনি। মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ৩৬ দশমিক ৫ ওভারেই জয়ের স্বাদ পায় দল।

সাইফুদ্দিন-মোস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ ও মেহেদি হাসান মাত্র ১টি করে উইকেট নেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমদের হারিয়ে দিল মাহমুদউল্লাহরা

তামিমদের হারিয়ে দিল মাহমুদউল্লাহরা

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ