বিসিবি চায় শাহাদাত ফিরে আসুক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৪ মার্চ ২০২১
বিসিবি চায় শাহাদাত ফিরে আসুক

ফাইল ফটো

বাংলাদেশ টেস্ট দলে এক সময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত হোসেন। নানা কুকীর্তিতে বার বার নেতিবাচক খবরের শিরোনাম হওয়া শাহাদাত সর্বশেষ ২০১৯ সালে ৫ বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান। কারণটা ছিল, জাতীয় ক্রিকেট লিগে এক সতীর্থকে মারধর করা। তবে, আবারও তিনি ফিরতে যাচ্ছেন ক্রিকেটে।

মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জানিয়েছিলেন শাহাদাত। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করতে যাচ্ছে বোর্ড।

সর্বশেষ শনিবার (১৩ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, বিসিবিও চায় শাহাদাত হোসেন আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরে আসুক।

শাহাদাতের শাস্তি মওকুফের বিষয়ে সাংবাদিকদের এত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অনেকটাই ভালো পর্যায়ে আছে।যেহেতু আমরা চাচ্ছি ও ঘরোয়া ক্রিকেটে ফিরে আসুক। তো, ইনশা-আল্লাহ, এটা দুই-এক দিনের মধ্যে হয়ে যাবে।’

বিসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলে সামনে শুরু হওয়া জাতীয় লিগেই খেলতে পারবেন শাহাদাত হোসেন। তবে তাকে জাতীয় লিগের খেলতে হলে বিপ টেস্টে পাস করতে হবে।

আকরাম খান বলেন, ‘জাতীয় লিগে খেললে বিপ টেস্ট তো শাহাদাতকে দিতেই হবে, পাস তো করতেই হবে।’

শাহাদাত জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৫ সালে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। এর আর তার জাতীয় দলের হয়ে জার্সি পড়া হয়নি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচ বছরের নিষেধাজ্ঞায় শাহাদাত হোসেন

পাঁচ বছরের নিষেধাজ্ঞায় শাহাদাত হোসেন

গৃহকর্মী নির্যাতনের পর এবার খেলোয়াড়কে পেটালেন শাহাদাত

গৃহকর্মী নির্যাতনের পর এবার খেলোয়াড়কে পেটালেন শাহাদাত

টাইগারদের শ্রীলঙ্কা সফর নিশ্চিত, ভেন্যু-তারিখে অপেক্ষা

টাইগারদের শ্রীলঙ্কা সফর নিশ্চিত, ভেন্যু-তারিখে অপেক্ষা

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?