পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৩ এএম, ৩০ এপ্রিল ২০২১
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। পাকিস্তানি বোলারদের তোপে পড়ে ৩০ রানেই চার উইকেট হারিয়ে তারা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হারারেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে জিম্বাবুয়ে। দলের খাতায় কোন রান যোগ হওয়ার আগেই উইকেট হারাতে হয়।

ইনিংসে দ্বিতীয় ওভারে হাসান আলীর বলে কেভিন কাসুজা বিদায় নেন। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও উইকেট হারায় স্বাগতিকরা।

ইনিংসে নবম ওভারে শাহেন শাহ আফ্রিদির বলে প্যাভিলিয়নে ফিরেন প্রিন্স মাসভুরে। ফলে দলীয় ১৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর ১৮ ও ১৯তম ওভারে পর দুটি উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ৩০ রানে মুসাকান্দাকে  আউট করেন নোমান আলি এবং অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে ৫ রানে সাজঘরে ফেরান হাসান আলী। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার আইপিএল ছাড়লেন দুই আম্পায়ার

এবার আইপিএল ছাড়লেন দুই আম্পায়ার

ক্যাচ মিসে শেষ প্রথম সেশন

ক্যাচ মিসে শেষ প্রথম সেশন

ব্যাটে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক

ব্যাটে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট