আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মোসাদ্দেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৪ মে ২০২১
আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মোসাদ্দেক

ঘরের মাঠে শ্রীলঙ্কা `বধ মিশনে` প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ । শ্রীলঙ্কা সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক দলে থাকাদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ইনজুরির কারণে এক ম্যাচে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন প্রাথমিক দলে।

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে সিরিজে দলে থাকলেও ওয়ানডেতে কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরির কারণে খেলেছিলেন সৈকত। এরপর আবারও দলের বাইরে ছিটকে গেছেন মোসাদ্দেক। তবে ইনজুরি কাটিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন তিনি।

সোমবার (৩ মে) মিরপুরে অনুশীলনও করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অনুশীলন শেষে কথা বলেন তিনি।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ইনজুরি নিয়ে মোসাদ্দেক বলেন, 'ইনজুরি থেকে উঠে আমি মাত্র দুই-তিন দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। এখানে আসার পরও দুইদিন অনুশীলন করলাম। এখন পর্যন্ত বেশ ভালো অনুভব করছি। পায়ের যে অবস্থা ছিলো তা থেকে বেশ উন্নতি করেছি। অনুশীলনে ব্যাটিং, বোলিং এবং জিম করলাম। কোনো ধরনের কোনো সমস্যা অনুভব করছি না।'

নিজের অবস্থান নিয়ে তিনি বলেন, 'অবশ্যই আমি আগের থেকে বেশি আত্মবিশ্বাসী। এখন আমি যখন ব্যাটিং বোলিং করতেছি তখন আমার কাছে মনে হচ্ছে আমি বেশ ভালো করছি, এই জায়গা থেকে আমি বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক সময়ে আমাদের দলের যে অবস্থা আমরা দল হিসেবে খারাপ সময় পার করছি। আশা করি আমরা তাড়াতাড়ি এই অবস্থা থেকে উঠে আসবো।'

বাংলাদেশ দলে সৈকতকে মূলত ফিনিশার হিসেবে খেলানো হয়। জাতীয় দলের নিজের অবস্থান নিয়ে খেলার বিষয়ে তিনি বলেন, 'ফিনিশার রোলে আমার কাজ থাকে দলের খারাপ অবস্থায় দলকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া এবং ভালোভাবে শেষ করার কাজ থাকে। দলের ভালো অবস্থায় বেশ ভালো ভাবে ফিনিশ করার দায়িত্ব থাকে । নতুন ভাবে কাজ করছি বলতে আমরা সবাই জানি ওই সময়ে স্লোয়ার এবং ইয়র্কার বল প্রচুর আসে। আমি সেটা নিয়ে কাজ করতেছি, এই সময়ে কিভাবে রান বের করা যায়। এছাড়া নতুন ভাবে কাজ করার কিছু নেই।'
এদিকে, স্থগিত হওয়া ডিপিএল শুরু হচ্ছে ৩১ মে। এবারের ডিপিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয় মোসাদ্দেক বলেন, 'আমি মনে করি এটা অনেক বড় উদ্যোগ। আমি বিসিবিকে ধন্যবাদ জানাই এতো বড় উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আমরা যখন ডিপিএল খেলি তখন আমরা প্রায় ২০০ জন ক্রিকেটার এখানে খেলি। বেশিরভাগ খেলোয়াড়রা আমরা এখান থেকে উপার্জন করি। এখান থেকেই আমাদের চলতে হয়। ডিপিএল যেহেতু গত বছর হয়, এই বছর হলে খেলোয়াড়রা বেশ লাভবান হবে। সামনে ট-টোয়েন্টি বিশ্বকাপ আছে, অবশ্যই এটা ভালো উদ্দ্যেগ যে ডিপিএল আমরা টি-টোয়েন্টি সংস্করণে খেলবো। এটা সামনের বিশ্বকাপের জন্য আমাদের উপকারে আসবে।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সবসময় ভাবতাম পাশেই আছি, যেকোনো সময় ডাক পাব : ইমরুল

সবসময় ভাবতাম পাশেই আছি, যেকোনো সময় ডাক পাব : ইমরুল

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে থেকে ডিপিএল

শিরোপা ছোঁয়ার অপেক্ষায় ম্যান সিটি

শিরোপা ছোঁয়ার অপেক্ষায় ম্যান সিটি

ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিসিসিআই

ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিসিসিআই