বৃষ্টি আইনে ব্রাদার্সের এক রানের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৪ জুন ২০২১
বৃষ্টি আইনে ব্রাদার্সের এক রানের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরকে এক রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অধিনায়ক তৌহিদ হৃদয় এবং সাব্বির হোসেনের ব্যাটে ১৫০ রানের সংগ্রহ দাঁড় করায় শাইনপুকুর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ১৩৮ রানের করেই এক রানে ম্যাচ জিতে নেয় ব্রাদার্স ইউনিয়ন।

বিকেএসপিতে টসে জিতে ব্যাটিংয়ে নামে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দুই ওপেনার তানজিদ তামিম এবং সাব্বির হোসেনের ব্যাটে ভালোই সূচনা পায় শাইনপুকুর। দুইজন মিলে গড়ে তোলেন ৭১ রানের জুটি। দলীয় ৭১ রানের মাথায় ৩১ রান করা তানজিদ তামিম ফিরে যান।

তানজিদ তামিমের বিদায়ের পর অধিনায়ক তৌহিদ হৃদয় এবং সাব্বির হোসেন চল্লিশোর্ধ রানের ইনিংসে ভর করে ১৫০ রানের সংগ্রহ পায় শাইনপুকুর। ব্রাদার্সের হয়ে মানিক খান, নুরুজ্জামান এবং নাঈম ইসলাম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিজানুর রহমান এবং জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে দারুণ শুরু পায় ব্রাদার্স। দলীয় ৩৫ রানের মাথায় জুনায়েদের বিদায়ের পর ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিলে যোগ দিয়েছিলেন। এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন মিজানুর রহমান।

৫৭ রানে ৪ উইকেট হারিয়ে বসা ব্রাদার্সের জন্য দেয়াল হয়ে দাঁড়ান উইকেটরক্ষক জাহিদুজ্জামান এবং মিজানুর রহমান। তাদের ব্যাটেই ভর করে জয়ের দিকে আগায় ব্রাদার্স। ম্যাচের ১৮তম ওভারে বৃষ্টি শুরু হলে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আর এতেই বৃষ্টি আইনে ১ রানের জয় পায় ব্রাদার্স। ম্যাচসেরা নির্বাচিত হন মিজানুর রহমান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহর ফিফটিতে জয় পেল গাজী গ্রুপ

মাহমুদউল্লাহর ফিফটিতে জয় পেল গাজী গ্রুপ

সাকিবের শাস্তি মওকুফে আবেদন

সাকিবের শাস্তি মওকুফে আবেদন

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞদের প্রাধান্য

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞদের প্রাধান্য

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি