ডিপিএল এবার টিভিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৬ জুন ২০২১
ডিপিএল এবার টিভিতে

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের খেলা শুরু হবে শনিবার (১৯ জুন)। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দলের সুপার লিগে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দেশে দুটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

মঙ্গলবার (১৫ জুন) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (​সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) শেষ হবে ডিপিএলের ১১ রাউন্ড। লিগ পর্বের ম্যাচ শেষে শুরু হবে সুপার লিগ। লিগ পর্বের ম্যাচগুলো ফেসবুক ও ইউটিউবে সরাসরি দেখানো হলেও সুপার লিগের সবগুলো ম্যাচ টিভিতে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।

বিবৃতিতে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, সুপার লিগের ম্যাচগুলো জিটিভি ও টি-স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি বলেন, ‌‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের সুপার লিগের ম্যাচগুলো জিটিভি ও টি-স্পোর্টস- যৌথভাবে সম্প্রচার করবে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে ইদিমধ্যে আমরা বেশ কয়েকটি জমজমাট ম্যাচ দেখতে পেরেছি। আমি নিশ্চিত দর্শকরা ঘরে বসে সুপার লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।’

পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল নিয়ে সুপার লিগের ম্যাচগুলো শুরু হবে ১৯ জুন (শনিবার)। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্টেডিয়ামে। ১৯, ২০, ২২, ২৩ এবং ২৫ জুন, পাঁচদিনে সুপার লিগের মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

ভাগ্য খারাপ মোহামেডানের

ভাগ্য খারাপ মোহামেডানের

বৃষ্টি আইনে গাজী গ্রুপের ৯ উইকেটের জয়

বৃষ্টি আইনে গাজী গ্রুপের ৯ উইকেটের জয়

ব্যাকপেইনে মাঠে নেই মোস্তাফিজ

ব্যাকপেইনে মাঠে নেই মোস্তাফিজ