ক্রিকেটে আরও এক নতুন ফরম্যাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৮ জুন ২০২১
ক্রিকেটে আরও এক নতুন ফরম্যাট

টি-টোয়েন্টি, টি-টেন, দ্য হ্যান্ড্রেডের পর এবার আরও নতুন এক ফরম্যাট আসলো ক্রিকেট খেলায়। ‌‘নাইনটি ব্যাশ’ নামে ৯০ বলের এই ফরম্যাটে ২০২২ সাল থেকে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) এ ফরম্যাটের অনুমোদন দিয়েছে।

ক্রিকেটের নতুন এ টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির। তিনি বলেছেন, ‘ক্রিকেটের এ সংস্করণ নতুন সমর্থক জোগাতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত নয়, পুরো বিশ্বেই এটি জনপ্রিয়তা অর্জন করবে।’

এ আর ওয়াই ডিজিটাল নেটওয়ার্কের মালিক ইকবাল বলেন, ‘৯০ বলের ক্রিকেট নতুন সংস্করণ। আশা করি, ক্রিকেট সমর্থকদের মনে এটি ইতিবাচক সাড়া ফেলবে। টি-টেন অতিরিক্ত সংক্ষিপ্ত বিধায় ক্রিকেটের মূলনীতি সেখানে প্রদর্শন সম্ভব হয় না।’

নতুন এ ফরম্যাটের আবির্ভাবের পিছনে বুখাতিরের সঙ্গে আরও ভূমিকা রাখেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের মালিক সালমান ইকবাল এবং দুবাই ভিত্তিক সিনার্গি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরী।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট হেরে টি-টোয়েন্টিতে ‘রাগ’ দেখালো ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট হেরে টি-টোয়েন্টিতে ‘রাগ’ দেখালো ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

ডোমিঙ্গোর চাওয়াতে ব্যাটিং কোচের দায়িত্বে প্রিন্স

ডোমিঙ্গোর চাওয়াতে ব্যাটিং কোচের দায়িত্বে প্রিন্স