ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ এএম, ২৯ জুন ২০২১
ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচে দায়িত্ব ছাড়েন ইউনিস খান। দায়িত্ব ছাড়ার পর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। পদত্যাগের তিনদিনের মাথায় ইউনিস পিসিবির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন। এবার ইউনিসের ব্যাপারে মুখ খুললেন পাকিস্তান দলের কোচ মিসবাহ-উল- হক।

ইউনিস খানের ব্যাপারে মন্তব্য করলেও বেশ সতর্ক ছিলেন মিসবাহ। তিনি বলেন, 'আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাই না। তবে তার অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে ব্যাপারটি নিয়ে পিসিবি চিন্তা করবে। আমাদের যা কিছু আছে সেটি নিয়েই এগিয়ে যেতে হবে।'

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে বেশ কথা হচ্ছে। দলের ওপেনাররা ভালো করছে বিধায় মিডল অর্ডারদের ব্যর্থতা চোখে পড়ছে না এমন মন্তব্যও অনেকে করেন। মিসবাহ-উল-হক মনে করেন, দলের মিডল অর্ডারের জন্য আজম খান এবং শোয়েব মাকসুদ হতে পারে সমাধান।

তিনি বলেন, 'পিএসএল কিছু ব্যাপার ফুটিয়ে তুলেছে। ব্যাটিং পজিশনে ৫ এবং ৬ নম্বর পজিশন আমাদের ভাবাচ্ছে। আমাদের হাতে আজম খান এবং শোয়েব মাকসুদ রয়েছে। তারা কিভাবে মানিয়ে নিতে পারে এবং তাদেরকে নিয়ে আমরা দলের কম্বিনেশন কিভাবে মিলাতে পারি সেটি দেখার বিষয়।'

আজম এবং মাকসুদকে নিয়ে মিসবাহ আশাবাদী হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, পিএসএলের দ্বিতীয় অংশে ব্যাট হাতে আজম খান ভালো করতে পারেনি। আর শোয়েব মাকসুদকে পাঁচ কিংবা ছয় নম্বর পজিশনে খেলানোর কথা উঠলেও শোয়েব মাকসুদ নিজেই জানিয়েছিলেন তিনি উপরে ব্যাট করতে চান যেটা বর্তমানে প্রায় অসম্ভব।

আজম খানকে নিয়েও রয়েছে বিতর্ক। অনেকের ধারণা স্বজনপ্রীতির কারণেই দলে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি। তবে, মিসবাহ আজমকে নেয়ার পিছনে নিজের যুক্তি দাঁড় করালেন এভাবে, 'আজমের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। যদিও সে এখন কিছুটা ফর্মে নেই। পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করার জন্য যে রকম স্ট্রাইক রেট, পাওয়ার হিটিং সামর্থ্য দরকার আজমের মাঝে এর সব কিছুই রয়েছে। আমরা তাকে নিয়ে আশাবাদী।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অসহযোগিতার অভিযোগ তুলেছেন ইউনিস খান

অসহযোগিতার অভিযোগ তুলেছেন ইউনিস খান

আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা

আফগানিস্তানের কাছেও হারতে পারে পাকিস্তান : রমিজ রাজা

জিম্বাবুয়ে সফরের আগে সবাই করোনা নেগেটিভ

জিম্বাবুয়ে সফরের আগে সবাই করোনা নেগেটিভ

স্বল্প সময়েও ডোমিঙ্গোকে সহযোগিতা করতে চান প্রিন্স

স্বল্প সময়েও ডোমিঙ্গোকে সহযোগিতা করতে চান প্রিন্স