বিসিবির এজিএম স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ০৪ জুলাই ২০২১
বিসিবির এজিএম স্থগিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১০ম বোর্ড সভায় চলতি বছরের শেষ দিকে নতুন বোর্ড সদস্য নির্বাচন ও ৭ জুলাই বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সেটা আপাতত হচ্ছে না। বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

দেশব্যাপী করোনার সংক্রম বেড়ে যাওয়ায় এবং সরকার কঠোর লকডাউন দেওয়ায় সাধারণ সভা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থতির উন্নতি হলে সাধারণ সভার নতুন তারিখ ঘোষণা করা হবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (৩ জুলাই) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, তা এজিএম আয়োজনের জন্য উপযুক্ত নয়। অধিকাংশ কাউন্সিলরকে ঢাকার বাইরে থেকে আসতে হবে। যা বর্তমান পরিস্থিতিতে কোনভাবেই সম্ভব নয়। তাই এটি স্থগিত করা হয়েছে।’

গত ১৫ জুন (মঙ্গলবার) বিসিবির ১০ম বোর্ড সভায় চলতি বছরের শেষ দিকে বিসিবির নতুন বোর্ড সদস্য নির্বাচন ও ৭ জুলাই বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

জালাল ইউনুস বলেন, ‘৭ জুলাইয়ের জন্য সব রকম প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছিল। দুপুর সাড়ে ১২টায় রেডিসন হোটেলে শুরু হওয়ার কথা ছিল এজিএম। কিন্তু দেশের করোনা পরিস্থিতি ভালো নয়, যা ঢাকার বাইরে থেকে আগত কাউন্সিলরদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আপাতত এটি স্থগিত করা হয়েছে।’

পরিস্থিতির উন্নতি হলে এজিএমের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এ ক্রীড়া সংগঠক। বলেন, ‘পরিস্থিতির উন্নতি হলে আমরা নতুন তারিখ ঘোষণা করবো।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচে সাকিবের ব্যাটে রান

জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচে সাকিবের ব্যাটে রান

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

‘বাংলাদেশ টাইগারস’ নামে ছায়া দল কী এবং কেন প্রয়োজন?

‘বাংলাদেশ টাইগারস’ নামে ছায়া দল কী এবং কেন প্রয়োজন?