চুক্তির নিয়ম ভাঙার দায়ে ‘নিষিদ্ধ’ ভানুকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ০৬ জুলাই ২০২১
চুক্তির নিয়ম ভাঙার দায়ে ‘নিষিদ্ধ’ ভানুকা

বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। স্থগিত নিষেধাজ্ঞার দেওয়ার সাথে সাথেই তাকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের দলে ডেকেছে নির্বাচকরা। ভারত সিরিজের দলে সুযোগ পেলে নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই তাকে মাঠে নামতে হবে।

চলতি বছরে বাংলাদেশ সফরের আগে ফিটনেস টেস্ট পাশ করতে পারেননি ভানুকা রাজাপাকসে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কখনও ফিটনেস টেস্ট না দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়াও বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তিনি। ভানুকার এ ঘটনাকে ভালোভাবে নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এ ঘটনায় এক বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ভানুকা রাজাপাকসে। সাথে ৫ হাজার মার্কিন ডলার আর্থিক জরিমানাও দিতে হবে তাকে। তবে নিষেধাজ্ঞার কবলে পড়লেও তা ভোগ করতে হবে না, কারণ তাকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যাট-বল থেকে দূরে থাকতে না হলেও জরিমানার অর্থ প্রদান করতে হবে। আগামী দুই বছরের মধ্যে একই ভুল করলে এক বছরের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

সোমবার (৫ জুলাই) লঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘সামাজিক যোগামাধ্যমে তার আচরণ ২০১৯-২০ মৌসুমের চুক্তির নিয়ম ভঙ্গ করেছে। এ কারণে তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কলম্বোতে দলের অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। ’

লঙ্কা ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, ফিটনেসের জন্য তাকে যা শর্ত দেওয়া হয়েছিল তা ভানুকা রাজাপাকসে করতে পেরেছেন।এ কারণে মঙ্গলবার (৬ জুলাই) দলের সাথে যোগ দিবেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্নীতির দায়ে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেট অফিসিয়াল

দুর্নীতির দায়ে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেট অফিসিয়াল

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

ফেসবুক নয়, টিভিতে দেখা যাবে লা লিগা

ফেসবুক নয়, টিভিতে দেখা যাবে লা লিগা

ভেন্যু পরিবর্তনেও কমবে না স্পিনারদের গুরুত্ব

ভেন্যু পরিবর্তনেও কমবে না স্পিনারদের গুরুত্ব