করোনায় আক্রান্ত লঙ্কান ব্যাটিং কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ০৯ জুলাই ২০২১
করোনায় আক্রান্ত লঙ্কান ব্যাটিং কোচ

ভারতের বিপক্ষে সিরিজের আগের দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা দল। ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর করোনা টেস্টে পজেটিভ হয়েছেন লঙ্কান ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারত সিরিজের আগে বৃহস্পতিবার (৮ জুলাই) শ্রীলঙ্কা দলের করোনা টেস্ট করানো হয়। সেখানেই পজেটিভ হয়েছেন গ্রান্ট ফ্লাওয়ার। পজেটিভ আসার পর পরই ফ্লাওয়ারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। জানা গিয়েছে ফ্লাওয়ারের শরীরে করোনার মৃদু উপসর্গ আছে।

ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর পুরো শ্রীলঙ্কা দল কোয়ারেন্টাইনে আছে। কোয়ারেন্টাইন শেষ করেই ভারতের বিপক্ষে সিরিজের জন্য বায়োবাবলে প্রবেশ করবে।

দলে করোনার অস্তিত্ব পাওয়ায় আবারও নমুনা সংগ্রহ করা হয়েছে। সে পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে লঙ্কা বোর্ড। এবারের পরীক্ষায় নতুন করে কারও ফলাফল করোনা পজেটিভ আসলে ভারত সিরিজ নিয়ে স্বাগতিকদের বেশ দুশ্চিন্তায় পড়তে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি

২০২৩ পর্যন্ত  রিয়ালেই থাকছেন নাচো

২০২৩ পর্যন্ত রিয়ালেই থাকছেন নাচো

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা