২০২৩ পর্যন্ত রিয়ালেই থাকছেন নাচো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৯ জুলাই ২০২১
২০২৩ পর্যন্ত  রিয়ালেই থাকছেন নাচো

মাঝে রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত রিয়ালেই আরও দুই বছর স্থায়ী হচ্ছেন নাচো ফার্নান্দেজ। এ স্প্যানিয়ার্ডের সাথে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুন পর্যন্ত রিয়ালের জার্সিতেই দেখা যাবে তাকে।

রিয়ালের মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এ ডিফেন্ডার লস ব্লাঙ্কোসদের হয়ে এখন পর্যন্ত ২৩৩ টি ম্যাচ খেলেছেন। ২০১১ সালে রিয়ালের মূল দলের হয়ে নাচোর অভিষেক। সম্প্রতি রিয়ালের হয়ে দশ বছর পূর্ণ করেছেন তিনি।

দুর্দান্ত পারফর্মেন্সের পুরষ্কারস্বরুপ নাচোর সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল। পূর্বের চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত রিয়ালের থাকার কথা ছিল।

২০১১ সালে কোচ হোসে মরিনিয়োর অধীনে রিয়ালের মূল দলে অভিষেক। এরপর থেকে সব সময় মূল একাদশে ছিলেন নাচো। এছাড়াও রিয়ালের হয়ে জিতেছেন টানা তিন চ্যাম্পিয়নস লিগ।

নতুন চুক্তি অনুযায়ী রিয়ালে থাকাকালীন পাশে মাঠে পাশে পাচ্ছেন এডার মিলিতাও, রাফায়েল ভারানে, দানি কারভাহাল এবং লুকাস ভাসকেজকে। স্পেনের হয়ে ২২ ম্যাচে মাঠে নেমেছেন নাচো। মাথার ইনজুরির কারণে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাননি তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ডের হাতছানি ইতালির

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

নেইমারের প্যারিসে পাড়ি জমালেন রামোস

নেইমারের প্যারিসে পাড়ি জমালেন রামোস

ফাইনালে বড় বাধা অতিক্রম করতে হবে : সাউথগেট

ফাইনালে বড় বাধা অতিক্রম করতে হবে : সাউথগেট