‘শ্রীলঙ্কা সিরিজ কুলদ্বীপ-চাহালদের শেষ সুযোগ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৩ জুলাই ২০২১
‘শ্রীলঙ্কা সিরিজ কুলদ্বীপ-চাহালদের শেষ সুযোগ’

কিছুদিন আগেও ভারতের স্পিন আক্রমণের নেতৃত্বে নিয়মিতই দেখা যেত কুলদ্বীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে। ধারণা করা হয়েছিল দীর্ঘদিন ভারতের বোলিং আক্রমণের ভারসা হয়ে থাকবেন। তবে দুইজনের কেউই দলের আস্থার প্রতিদান দিতে পারেননি। রবীন্দ্র জাদেজা-রবিচন্দন অশ্বিনের কাছে জায়গা হারিয়ে নিজেদেরকে হারিয়ে খুজছেন।

ফর্ম হারিয়ে নিজেদেরকে খুজে বেড়ানো কুলদ্বীপ-চাহালদেরকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চান সাবেক ভারতীয় ক্রিকেটার দ্বীপ দাশগুপ্ত। তিনি মনে করেন বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে শ্রীলঙ্কা সিরিজই দুইজনের জন্য শেষ সুযোগ।

দ্বীপ দাশগুপ্তা বলেন, ‘এ মুহূর্তেই কিছু বলা যাচ্ছে না। সত্যি বলতে আমি চাহালের থেকে রাহুলকে (রাহুল চাহার) এগিয়ে রাখবো। ওরা বিশ্বকাপের দলে থাকবে কিনা তা নির্ভর করবে শ্রীলঙ্কা সিরিজ এবং আইপিএলের পারফর্মেন্সের উপর।’

তবে কুলদ্বীপ স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়েও বেশ সন্দেহ প্রকাশ করেছেন দ্বীপ দাশগুপ্ত। তিনি বলেন, ‘যদি কুলদ্বীপের কথা বলেন। সে বছর দেড়েক ধরেই ছন্দে নেই। তাকে নিয়ে অনেক অনিশ্চয়তা আছে। যদিও আমি জানি না কি হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টি ক্রিকেটে করোনা হানা

কাউন্টি ক্রিকেটে করোনা হানা

বিগব্যাশ আয়োজনের সময় জানালো অস্ট্রেলিয়া

বিগব্যাশ আয়োজনের সময় জানালো অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি খেলবেন অশ্বিন

ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি খেলবেন অশ্বিন