বিগব্যাশ আয়োজনের সময় জানালো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১৩ জুলাই ২০২১
বিগব্যাশ আয়োজনের সময় জানালো অস্ট্রেলিয়া

বিগব্যাশের ২০২১-২২ মৌসুমের জন্য সময়সূচি নির্ধারণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাধারণত যে সময়ে মৌসুম শুরু হয় তার বেশ আগেই এবার বিগব্যাশ শুরু করবে। এবার টুর্নামেন্ট আয়োজনে ভিন্ন পথে হাটবে তারা।

৬১ ম্যাচে এ টুর্নামেট দ্রুত শেষ করতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজিত হবে বিগব্যাশ। তবে এখনও দিণক্ষণ চূড়ান্ত করেনি। এবারের আসরে ডাবল হেডারের দেখা মিলবে। এমনকি পুরো মৌসুম জুড়ে জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিও থাকছে।

আগামী ২০২২ সালের জানুয়ারীতে শুরু হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। এর দিন কয়েক আগে বিগব্যাশের আসর শেষ করবে সিএ। এতে করে দলগুলো গ্লেন ম্যাক্সওয়ে, অ্যারন ফিঞ্চ, মার্কোস স্টয়নিসদের মত তারকাদের পুরো মৌসুমের জন্য পাবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে বিগব্যাশের সূচি প্রকাশ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সীমিত ওভারের নিয়মিত মুখদের দেখা গেলেও বিগব্যাশে টেস্ট দলের সদস্যদের নিয়ে রয়েছে শঙ্কা। ওই সময় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং অ্যাশেজ অনুষ্ঠিত হবে।

এ কারণে বিগব্যাশে নাও দেখা যেতে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কদের মত তারকাদের মত তারকারা থাকছেন না এবারের আসরে। এছাড়াও অ্যাশেজে দুইটি দিবারাত্রির টেস্টও আয়োজন করতে চায় সিএ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

দুটি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চায় পাকিস্তান

দুটি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চায় পাকিস্তান

শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

হাসান আলিকে অধিনায়ক চান শোয়েব আকতার

হাসান আলিকে অধিনায়ক চান শোয়েব আকতার

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল