সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৪ জুলাই ২০২১
সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

হটাৎ করেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। সফরে যাওয়ার আগে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন মুশফিক। এ কারণে তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেননি নির্বাচকরা।

মুশফিকের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি মঙ্গলবার (১৩ জুলাই) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে প্রস্তুত করতেই টি-টোয়েন্টিতে খেলবেন জানিয়েছেন নান্নু।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মুশফিক নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলবে। যদি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বায়ো-বাবল থেকে বের হয়ে আসে, তাহলে আবার বায়ো বাবলে ঢুকে খেলা ওর জন্য বেশ কঠিন হতো।’

চলতি মাসের শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সিরিজের সময় নির্ধারণ হলেও এখনও সূচি প্রকাশ করা হয়নি। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বুধবার (১৪ জুলাই) প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের পর ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্ট ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

পাকিস্তান-শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপ আয়োজনে রাজি বাংলাদেশ

পাকিস্তান-শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপ আয়োজনে রাজি বাংলাদেশ

দুটি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চায় পাকিস্তান

দুটি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চায় পাকিস্তান

অস্ট্রেলিয়া এবং পিএসএল নিয়ে দোটানায় পিসিবি

অস্ট্রেলিয়া এবং পিএসএল নিয়ে দোটানায় পিসিবি