দুটি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৩ জুলাই ২০২১
দুটি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চায় পাকিস্তান

দীর্ঘদিন ধরেই পাকিস্তানে কোন বিশ্বকাপ আয়োজন নেই। সর্বশেষ ১৯৯৬ সালে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করতে পেরেছিল পাকিস্তান। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ২০২৭ এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ এবং পাকিস্তানকে সাথে নিয়ে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুধু ওয়ানডে বিশ্বকাপই নয়, পিসিবির পরিকল্পনায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনও। ২০২৬ ও ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় পিসিবি। তবে একক ভাবে নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে পাশে রাখতে চায় পাকিস্তান।

যৌথভাবে আয়োজনের পর এবার এককভাবে ২০২৫ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে পিসিবির। শুধু পাকিস্তান নয়, ২০২৪ থেকে ২০৩১ সালের বৈশ্বিক টুর্নামেন্ট গুলো আয়োজনের জন্য ১৭টি ক্রিকেট খেলুড়ে দেশ আইসিসির কাছে বিড করেছে, যেখানে রয়েছে বাংলাদেশের নামও।

১৭টি দেশের সকল সুযোগ সুবিধা, আর্থিক অবস্থা, নিরাপত্তা সহ নানা বিষয়াদি বিচার বিশ্লেষণ করে চলতি বছরের শেষদিকে আইসিসি একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে জানা গিয়েছে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

শ্রীলঙ্কার অনুশীলনে থাকছেন না কোচিং স্টাফরা

হাসান আলিকে অধিনায়ক চান শোয়েব আকতার

হাসান আলিকে অধিনায়ক চান শোয়েব আকতার

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

বিদেশের মাটিতে মিরাজের নতুন রেকর্ড

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল