সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ১০ আগস্ট ২০২১
সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর দুই মাস আগেই দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও একই দল নিয়ে যাবে নিউজিল্যান্ড। দলের নেতৃত্বে থাকবেন কেন উইলিয়ামসন।

বিশ্বকাপের আগে বাংলাদেশ এবং পাকিস্তান সফর করবে নিউজল্যান্ড। বিশ্বকাপের দলে থাকা কোনো ক্রিকেটারকে এ দুই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি।

বাংলাদেশ সফরের মধ্য দিয়ে চারমাসের এশিয়া সফর শুরু করবে কিউইরা। ক্রিকেটারদের দীর্ঘ বায়ো-বাবল ঝামেলা এড়াতে বিশ্বকাপের আগের দুই সিরিজের জন্য আলাদা স্কোয়াড দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্ব দিবেন কেন উইলিয়ামসন। দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন অ্যাডাম মিলনে। ইনজুরির জনিত সমস্যা সমাধানে তাকে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলে রাখছে ক্রিকেট নিউজিল্যান্ড।

এশিয়ার স্পিনিং উইকেটের কথা বিবেচনায় দলে যুক্ত করা হয়েছে তিন স্পিনার ইশ সোধি, মিচেল স্যান্টনার এবং টড অ্যাশেল। এছাড়াও দলের প্রয়োজনে স্পিনার হিসেবে হাত ঘোরাবেন গ্লেন ফিলিপস এবং মার্ক চ্যাপম্যান।

বিশ্বকাপ এবং ভারত সফরে নিউজিল্যান্ডের পেস বোলিং আক্রমণভাগের নেতৃত্ব দিবেন ট্রেন্ট বোল্ট। এছাড়াও তার সঙ্গী হিসেবে থাকবেন টিম সাউদি, লুকি ফার্গুসন এবং কাইল জেমিসন। উইকেটে পিছনের দায়িত্ব সামলাবেন টিম সেইফার্ট। তবে দলে জায়গা পাননি সাদা বলের ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা অভিজ্ঞ রস টেইলর।

নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাশেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি এবং টিম সাউদি।

স্ট্যান্ড বাই- অ্যাডাম মিলনে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মাহমুদউল্লাহ

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মাহমুদউল্লাহ

সিরিজের জয়ের সাথে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

সিরিজের জয়ের সাথে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স