বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ এএম, ৩১ আগস্ট ২০২১
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাস মহামারির কারণে বিদেশি কোনো ম্যাচ অফিসিয়াল ছাড়াই অনুষ্ঠিত হবে এ সিরিজ।

বাংলাদেশ-নিউজিল্যান্ডে মধ্যকার সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

সিরিজের প্রথম ম্যাচের অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শরিফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ম্যাচের ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন যথাক্রমে শরিফুদ্দৌলা ইবনে সৈকত এবং গাজী সোহেল।

তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়াবেন শরিফুদ্দৌলা ইবনে সৈকত এবং মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।

৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ম্যাচে মাঠে আম্পায়ারের ভূমিকায় থাকবেন তানভীর আহমেদ এবং গাজী সোহেল। টিভি এবং চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন যথাক্রমে মাসুদুর রহমান মুকুল ও শরিফুদ্দৌলা ইবনে সৈকত।

সিরিজের শেষ ম্যাচে শরিফুদ্দৌলা ইবনে সৈকত এবং তানভীর আহমেদ অনফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করবেন। টিভি আম্পায়ার থাকবেন গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানি ভিসার অপেক্ষায় আফগান যুবারা

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানি ভিসার অপেক্ষায় আফগান যুবারা

আইপিএলে খেলার এনওসি চেয়েছেন সাকিব

আইপিএলে খেলার এনওসি চেয়েছেন সাকিব

আফিফ-শামীমের কাছে ফিল্ডিং শিখতে চান মেহেদী

আফিফ-শামীমের কাছে ফিল্ডিং শিখতে চান মেহেদী